কাশ্মীরের মুক্তিযোদ্ধারা জঙ্গি?

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১১:২৬:৫৯ সকাল















১৯৪৭ সাল থেকে কাশ্মীর দখল করে আছে ভারত। কাশ্মীরে ৭ লক্ষেরও বেশি ভারতীয় আর্মি মোতায়েন আছে, যেখানে ইরাকে হামলার সময় অ্যামেরিকার সৈন্য ছিল ৩,৮০,০০০। আফগানিস্তানে মোট ১ লক্ষের মত সৈন্য ছিল ২০০১ যুদ্ধের সময়। ১৯৭১ সালে পাকিস্তান যখন আমাদের দেশে হামলা করে তখন পাকিস্তানি সৈন্য ছিল ৩,৬৫,০০০। এখান থেকেই বোঝা যায় কাশ্মীরের অবস্থা। গত ৬৯ বছরে কয়েক লক্ষ মানুষকে গুম এবং হত্যা করেছে ভারতের দখলদার বাহিনী। একটা ভ্রমন কাহিনীতে পড়েছিলাম কাশ্মীরি গাইড বলেছিলো, সৈন্যদের লালসা থেকে মেয়েদের বাঁচিয়ে রাখাই এখন কাশ্মিরিদের সবচেয়ে বড় সমস্যা। সেই কাশ্মীরের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের জঙ্গি বলা, মানবতা কে অপমান করা। পৃথিবীর সমস্ত মুক্তিকামী মানুষকে অপমান করা। ১৯৭১ সালের আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযোদ্ধাদের কেও অপমান করা।

বিষয়: বিবিধ

৮৬৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377864
২৪ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:৩০
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমাদের অবৈধ সরকার খুনিদেরকে না চাইতেই সমর্থন দিয়েছে ছিঃছিঃ
377868
২৪ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১২:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অবৈধদের কাছ থেকে কি আশা করা যায়!
377876
২৪ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১২:৫০
হতভাগা লিখেছেন : এরকম তো বাংলাদেশের অবস্থাও হয়েছিল ৭১ এ । তখন ভারত বাংলাদেশের পক্ষে ছিল , মানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে পাকিস্তানের এক থাকার বিপক্ষে।

বাংলাদেশের এখন কুল রাখি না শ্যাম রাখি এই অবস্থা । তাই জনগন কাশ্মীরিয়ানদের পক্ষে হলেও সরকার ভারতের পক্ষে।

২৪ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৪:১০
313196
চিলেকোঠার সেপাই লিখেছেন : রাশাও ৭১ এ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অনেক বড় অবদান রেখেছে। রাশা না থাকলে কোন ভাবেই স্বাধীন হতাম না। রাশা তো কাস্মীরের পক্ষে
২৪ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৪:২৪
313198
হতভাগা লিখেছেন : রাশা আম্রিকা কেউই ভারতকে ঘাটাতে সাহস করবে না ।

চীনা সাপোর্ট চাইনিজ মালের মতই হয় কি না !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File