মা দিবস?

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ০৮ মে, ২০১৬, ১১:৫৪:৫৭ রাত

আমরা যখন কোন বিদেশি সংস্কৃতি গ্রহণ করবো, আমাদের উচিত তা সম্পর্কে বিস্তারিত জেনে তা তারপর গ্রহণ এবং ধারন করা। না জেনে অন্ধ অনুকরণ অর্থ ব্যক্তিত্বহিনতা, আন্তঃসার শুন্যতা।

আজ সবাই ঘটা করে মা দিবস পালন করছেন। কিন্তু মায়েদের কাছে প্রতিটা দিনই সন্তান দিবস [যেসব মায়েদের ফেইসবুক অ্যাকাউন্ট আছে, চেক করে দেখেন]।

আজ আম্মু দিবসের পোস্টে হোম পেজ ডুবে গেছে। কেউ এতে সমস্যাও দেখছেন না। আসলে এর প্রতিক্রিয়াটা একবার ভাবা উচিত।

ইস্ট-ইন্ডিয়া কোম্পানি টাইপের কিছু বহুজাতিক কোম্পানির আমদানি এই Mother Day। আমাদের সবচেয়ে সুন্দর একটি অনুভূতি নিয়ে ব্যাবসা করা হচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় অবস্থা এমন হবে বাচ্চারা মা ডাকবে শুধু মা দিবসেই। বা মায়ের কাছে যাও না কেন এটা বললে বলবে আজ তো mother day না। এই ভয় টা অমূলক না। পশ্চিমা দেশ গুলোতে এখন তাই হয়। আর ওল্ড হোম এবং mother day এরা দুইজন সহোদর। মানে যে সমাজ mother day এর জন্ম দিয়েছে সেই সমাজই ওল্ড হোমের জন্ম দিয়েছে............

বিষয়: বিবিধ

৯৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368471
০৯ মে ২০১৬ সকাল ০৮:৩৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : মানুষ পারেও বটে!
368580
১০ মে ২০১৬ রাত ০১:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File