★ কুরআন শরীফের অলৌকিকতা ★

লিখেছেন লিখেছেন তানভীর রানা জুয়েল ২২ আগস্ট, ২০১৪, ১১:২৫:৫০ সকাল

★ কুরআন শরীফের অলৌকিকতা ★

"বিসমিল্লাহির রাহমানির রাহীম"

লিখতে আরবীতে ১৯টি অক্ষর লাগে।

এ বাক্যে ৪টি শব্দ আছে।

তা হলঃ ইসম, আল্লাহ, রাহমান, রাহীম।

আজব ব্যাপার হল,

এই ৪টি শব্দের প্রত্যেকটি কুরআন শরীফে উল্লেখ হওয়ার সংখ্যাটি ১৯ দ্বারা নি:শেষে বিভাজ্য!

যেমনঃ ১. কুরআনে 'ইসম' শব্দটি এসেছে ১৩৩ বার

যা ১৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য

(১৯×৭=১৩৩)।

২. 'আল্লাহ' শব্দটি এসেছে ২৬৯৮

বার, যা ১৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য

(১৯×১৪২=২৬৯৮)।

৩. 'রাহমান' শব্দটি এসেছে ৫৭ বার, যা ১৯

দ্বারা নিঃশেষে বিভাজ্য (১৯×৩=৫৭)।

৪. 'রাহীম' শব্দটি এসেছে ১১৪ বার,

১৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য (১৯×৬=১১৪)। তাছাড়া "বিসমিল্লাহির রাহমানির রাহীম"

বাক্যটি কুরআনে এসেছে ১১৪

বার, আর তাও ১৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য

(১৯×৬=১১৪)।

এ থেকে প্রতীয়মান হয় যে, পবিত্র

কুরআন মহান আল্লাহর অলৌকিক কিতাব।

পক্ষান্তরে, মানব রচিত গ্রন্থে এরূপ মিল পাওয়া যায় না।

সুবহানাল্লাহ!

বিষয়: বিবিধ

১৪৫০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257029
২২ আগস্ট ২০১৪ সকাল ১১:২৮
কাহাফ লিখেছেন : এ সব বিষয় দ্বারা কোরআন কারীমের অলৌকিকতা প্রমান করতে হবে......? মাইনাস দিলাম।
২২ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৭
200699
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পিলাচ দেয়া উচিত ছিলো দিলেন মাইনাস!! উনি সমান্য চেষ্টা করেছেন। খারাপের কি আছে এখানে?
257036
২২ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : দুই একটি বিষয়ে আলোচনা হলেও ভাল হয়েছে। ধন্যবাদ।
২২ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৯
200718
কাহাফ লিখেছেন : এ ভাবে অলৌকিকতা প্রমান করতে করতে অলৌকিকতা শব্দটারই মর্যাদা কমে যাবে।
২২ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৫
200731
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনি কি ভাবে প্রমাণ করবেন? যার সমর্তন যত সে ততটুকুই প্রমাণ করতে চেষ্টা......
257038
২২ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৩
মাহফুজ আহমেদ লিখেছেন : সম্পুর্ণ কুরআনই শরিফই একটি অলৌকিক গ্রন্থ।বলতে পারেন মোজেজা
257067
২২ আগস্ট ২০১৪ দুপুর ০২:১৩
সেলিম জাহাঙ্গীর লিখেছেন : তানভীর রানা জুয়েল,
আপনিকি রাশেদ খলিফার নাম শুনেছেন? এই রাশেদ খলিফা নিজেকে নবী দাবী করেছিলেন। এই ১৯ সংখ্যা দ্বারা নি:শেষে বিভাজ্য যে বিষয়টির কথা বলছেন সেটা রাদেশ খলিফার আবিস্কার। আমার কথা বিশ্বাস না হয় আপনি ইতিহাস ভালো করে জানুন। এই ১৯ সংখ্যা দ্বারা বিভাজ্য বিষয় নিয়ে অলৌকিকতা দেখার কিছু নাই। কেন? আমার মনে হয় এই কোরআন আমরা কেতটা বুঝলাম, কতটা দেহে ধারন করলাম এবং কতটা মাবুদের নির্দেশ পালন করলাম সেটাই মূখ্য বিষয়।
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০২
200771
মামুন লিখেছেন : সহমত। আমাদের সমগ্র জীবনে কোরআন এর নির্দেশ পালন করার ভিতরেই আসল সার্থকতা। ধন্যবাদ আপনাকে।Good Luck
257117
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৫
তানভীর রানা জুয়েল লিখেছেন : সবাইকে ধন্যবাদ....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File