বিয়ের পাত্র নির্বাচনের ব্যাপারে রাসূল (সা) বলেছেনঃ দরিদ্র পাত্র ধনী পাত্র অপেক্ষা উত্তম ....।

লিখেছেন লিখেছেন তানভীর রানা জুয়েল ১৬ মার্চ, ২০১৪, ০৮:৩৪:১০ রাত

বিয়ের পাত্র নির্বাচনের

ব্যাপারে রাসূল (সা)

বলেছেনঃ দরিদ্র পাত্র ধনী পাত্র

অপেক্ষা উত্তম যদি সে সৎ এবং নামাজী হয়।

কেননা যে আল্লাহকে ভয়

করবে সে আপনাকে ভালোবেসে না হলেও আল্লাহর সন্তুষ্টির জন্য হলেও

আপনাকে ঠকাতে পারবেনা। ভেবে দেখুন

যদি আপনার

স্বামী আপনাকে বাড়ী গাড়ী সম্পদে ভাসিয়ে

প্রেম করে বেড়ায়,

আপনি কি সুখী হবেন? অথচ অনেক দরিদ্র পরিবারেও দেখবেন বাজার থেকে বড় মাছ

এনে স্বামী স্ত্রী মিলে যখন গল্প

করতে করতে কাটেন সেখানে প্রেমের উৎসব

বয়ে যায়।

টাকাপয়সা দিয়ে সুখ

কেনা যায়না। কারণ চাকরী পরিবর্তন করা যায়

কিন্তু চরিত্র পরিবর্তন

করা যায়না। একজন

ভালো স্বামী আল্লাহর

সন্তুষ্টির জন্য স্ত্রীকে সে সকল সুযোগ

সুবিধা দেবে যা সে নিজের জন্য পছন্দ করে- শ্বশুরবাড়ীর সাথে, স্ত্রীর বন্ধুবান্ধবের

সাথে সদ্ভাব বজায়

রাখবে যাতে স্ত্রী খুশী থাকে। সে কখনোই

স্ত্রীর সাথে দুর্ব্যবহার করবেনা যেহেতু

সে জানে এর জন্য তাকে আল্লাহর

কাছে জবাবদিহি করতে হবে। আজকাল দেখা যায় পাত্র পেঁচার মত হলেও পাত্রী চাই

ফর্সা, সুন্দরী, লম্বা, স্বাস্থ্যবতী, শিক্ষিতা,

নব্যরুচিশীলা, বড়লোকের কন্যা। কোথাও

চরিত্রের বা স্বভাবের ব্যাপারটি গুরুত্ব

পায়না। অসংখ্যবার

দেখেছি রীতিমত চারিত্রিক সমস্যাগ্রস্ত মেয়েদের

হটকেকের মত বিকিয়ে যেতে অথচ বুদ্ধিমতি,

সচ্চরিত্র, সুন্দর

স্বভাবসম্পন্না মেয়েদের

বিয়ে হয়না। অনেক শিক্ষিত এবং বুদ্ধিমান

ভাইকে জিজ্ঞেস করেছি, “আচ্ছা, আপনারা শুধু

চেহারা দেখে এমন মেয়ে কি করে বিয়ে করেন

যাদের এতটুকু

বুদ্ধি বা ম্যাচুরিটি নেই

যে আপনি দু’ছত্রর

কবিতা বললে সে তা উপলব্ধি করতে পারেনা । অনেকে এড়িয়ে গিয়েছেন, আবার অনেকে সততার

সাথে উত্তর দিয়েছেন, “এদের

সহজে ডমিনেট করা যায়

যা বুদ্ধিমতি মেয়েদের

করা যায়না”। একটি বিয়ের উদ্দেশ্য

কি বন্ধুত্ব হওয়া উচিত না স্বৈরাচার,

তা আপনাদের বিবেচনায়

ছেড়ে দিলাম। তবে যার

সাথে মনের কথা শেয়ার

করা যায়না, যে আপনার

সুবিধা অসুবিধা বোঝার মত বিবেকবুদ্ধি রাখেনা তার চেহারা দেখে সব

কষ্ট

ভুলে থাকা যায় কি’না এটা গবেষণা করার মত

বিষয়।

বিষয়: বিবিধ

১৪২৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

193164
১৬ মার্চ ২০১৪ রাত ০৯:০৩
নীল জোছনা লিখেছেন : তাইলে তো পাত্র হিসেবে আমি ফাস্ট ক্লাস। সব দিক দিয়েই ফিট। Love Struck
193178
১৬ মার্চ ২০১৪ রাত ০৯:২১
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
193197
১৬ মার্চ ২০১৪ রাত ০৯:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এইকথা এখনকার মেয়েরা কখনই বুঝেনা। আরো বেশি বুঝেনা তাদের মা বাবারা। তারা ধনি ঘুষখোর পাত্রকে দরিদ্র সৎ পাত্রের চেয়ে বেশি গুরুত্ব দেন।
193198
১৬ মার্চ ২০১৪ রাত ০৯:৫৪
তানভীর রানা জুয়েল লিখেছেন : হুমমম নীল জোছনা
193199
১৬ মার্চ ২০১৪ রাত ০৯:৫৪
তানভীর রানা জুয়েল লিখেছেন : ওয়ালাই-কুমুস সালাম ওয়া বারাকাতুল্লাহ
আপনাকে ও ধন্যবাদ
193212
১৬ মার্চ ২০১৪ রাত ১০:১৩
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : যাক এইরকম পাত্র হিসাবে আমি ফিট- আমি গরিব মানুষ কোন ধনি পরিবারের মেয়ে থাকলে আমাকে কল দিলেই হবে= ধন্যবাদ-অনেক ভালো লেখা০ চুক চুক
193457
১৭ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৪
হতভাগা লিখেছেন : ''পাত্রীর অমুক অমুক বোনের এত এত দেনমোহরে বিয়ে হয়েছে , ওর জন্য কমপক্ষে ১০,০০,০০০ না হলে আত্মীয় স্বজনদের কাছে মুখ দেখানো যাবে না ''

গরীব পাত্র এটাকে কিভাবে ফেস করবে ?


'' পাশের বাড়ির ভাইকে দেখ ,ভাবীকে কত ভালবাসে ! গত মাসেই ভাবীকে একটা নতুন শাড়ি গিফট্‌ করেছে , আজ আবার ভারী গহনাও দিয়েছে ; তোমার সংসারে এসে আমি কিছুই পেলাম না ।''

গরীব পাত্র এটা কিভাবে ফেস করবে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File