মসজিদে মোবাইল ব্যবহার

লিখেছেন লিখেছেন কাঠ পেন্সিল ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪১:০৯ রাত

প্রায় সকল মসজিদের

ভিতরে একটা লেখা দেখা যায়।

”মসজিদের ভিতরে আপনার মোবাইল ফোন বন্ধ বা সাইলেন্ট করে রাখুন”

এটি লেখার কারন আমরা সবাই জানি।কারন টা হলো নামাযের সময় যাতে আপনার

মোবাইলে রিং বেজে না ওঠে।এখন আমার কথা হল,

দেখা গেলো আপনি মোবাইল নিয়েই মসজিদে গেলেন। কথা মত আপনার মোবাইল সাইলেন্ট করে রাখলেন। কিন্তু অনেকের এমন মোবাইল আছে যে সেগুলো সাইলেন্ট করা অবস্থায় যদি ফোন আসে তখন যে ভাইব্রেশন হয়, তার শব্দও কিন্তু অনেক।এতে পাশের মুসুল্লিদের অসুবিধা হতে পারে।

তাহলে কি করবেন মোবাইল বন্ধ রাখাই নিরাপদ। না নিরাপদ নয়। কারন আপনি নামাযের আগে মোবাইল বন্ধ

করে সাথে নিয়ে মসজিদে প্রবেশ করলেন। আপনার মোবাইল বন্ধ ঠিকতো। কিন্তু কোন কারনে আপনার মোবাইলে আগে কখনও এলার্ম দিয়ে রেখেছিলেন। আর সময়টা ঠিক নামাযের সময়। তাহলে কি হল। মোবাইল বন্ধ থাকা সত্তেও নামাযের সময় এলার্ম দেবার কারনে বেজে উঠলো। তাতে অন্যান্য মুসুল্লিদের অসুবিধা হল। তাহলে আপনি কি করবেন মোবাইলের ব্যাটারি খুলে আলাদা করে পকেটে নিয়ে নামায

পড়ার জন্য মসজিদে প্রবেশ করবেন।

ব্যাটারি খোলা অবস্থায় আর

তো মোবাইলে এলার্ম হোক বা ফোনই আসুক কোন অসুবিধা নাই। তাইতো....

নাহ আপনার ধারনা এখনো ভুল। কিভাবে?????

.

.

.

কারন এখনকার বিভিন্ন চায়না মোবাইল সহ ব্রান্ডের মোবাইলে একটা এক্সটারনাল ব্যাটারির

সাথে ইন্টারন্যাল একটা ব্যাটারি থাকে। এক্সটারনাল

টা না হয় খুলে ফেললেন। কিন্তু ইন্টারন্যাল টা কিভাবে খুলবেন???

তাই আমি মনে করি মসজিদে প্রবেশের আগে মোবাইল ফোন ছাড়াই প্রবেশ করা ভাল।

হ্যা তবে সেটা প্রায় অসম্ভব।

তাহলে মসজিদে প্রবেশের আগে এটলিস্ট আপনি শিউর হয়ে নেন নিচের তিনটা জিনিস:

১. মোবাইলে কোন এলার্ম দেয়া নেই

২. মোবাইল ভাইব্রেশন মোডে নাই

৩. মোবাইল সুইচ অফ করা

এবং এই কাজ গুলো মসজিদে প্রবেশের আগেই করবেন। কারন অনেক মোবাইলে আবার বন্ধ করতে গেলে হেব্বি সাউন্ড হয়।মানে সে (মোবাইল সেট) জানান দেয়

আমি বন্ধ হচ্ছি।ধন্যবাদ

বিষয়: বিবিধ

১৩৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171845
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫১
আবু জারীর লিখেছেন : ভালো পরামর্শ।
ধন্যবাদ।
১৯ আগস্ট ২০১৪ সকাল ১০:০৯
199400
কাঠ পেন্সিল লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File