প্রথম আলোর আওয়ামী প্রীতি ঃ জুতাকে বানালো, পাথর!

লিখেছেন লিখেছেন নিউজ ওয়াচ ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪০:১০ রাত





আওয়ামীদের পিঠ বাচাতে প্রথম আলোর ভুমিকা নতুন কিছু নয়।

ইদানিং আওয়ামী ষন্ডারা বিভিন্ন জায়গায় জনতার রোষে জুতা থেরাপি পাচ্ছে। প্রথম আলোর মতি মিয়া সেগুলো এখন "ইট-পাটকেল" হিসেবে দেখছেন। গতকাল (31/01/2014) রাতে আবু রেজা নদভী নামের এক এমপি খেলেন জুতার বাড়ি (গতকাল রাতেই অনলাইন মিডিয়াগুলো, আজকে সকালের সব পত্রিকাগুলো "জুতাই" লিখেছে)। "বদলে দাও, বদলে যাও" নীতিতে মতি মিয়া জুতাকে বদলে "পাথর" বানালেন। সেটা না হয় বুঝলাম। নিউজটা ছেপেছে প্রায় ২০ ঘন্টা পরে, আজকে বিকেলে। যেন না ছাপলেই বাচি!।

দেখুন বাংলামেইল২৪ গত ৩১ জানু রাত ৯ঃ৩৬ (ক্রীনসট-১) টার নিউজ আর প্রথম আলোর আজকে (১ ফ্রেব্রুয়ারী) বিকেল ৫ঃ৩৫ নিউজ (ক্রীনসট-২)। সুত্র, ফেসবুক

বিষয়: বিবিধ

১৫৭৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171742
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রথম আলো পাথর পর্যন্ত তো ভাল। চট্টগ্রামের দৈনিক আজাদি তো গুলি পর্যন্ত চলে গেছে!
ভাগ্য ভাল এখনও একে মেরে ফেলে নাই।
171746
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আলু কি আর কদু হবে ?
171754
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৫
চেয়ারম্যান লিখেছেন : মতিশপ তো বদলে দিতে বিশ্বাসী
171762
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৩
এনাম বিন আব্দুল হাই লিখেছেন : মতি মিয়া অন্যকে বদলাতে ব্যস্ত কিন্তু নিজেকে বদলানোর খবর নাই!
171805
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৪২
171842
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৭
আবু জারীর লিখেছেন : আলোমতির কাজইতো দিনকে রাত আর রাতকে দিন বানানো।
186037
০৩ মার্চ ২০১৪ দুপুর ০১:২৭
সজল আহমেদ লিখেছেন : পথুম আলু টয়লেট টিস্যু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File