কেবলই রাত হয়ে যায়

লিখেছেন লিখেছেন তাবিজ বাবা ০৭ অক্টোবর, ২০১৪, ০২:১০:২০ দুপুর

কেবলই রাত হয়ে যায় সূর্যের অস্তে,

বেলাভূমির শেষ প্রান্তে,ঝিঝিপোকার ডাকে,

সন্ধ্যানামার অভিপ্রায়ে ।

আস্তে ধীরে সমুদ্রে ডুবে যায় লাল সূর্য্য,

জোনাকপোকা উড়ন্ত দীপ জ্বেলে যায় সবুজ আখক্ষেতে ।

ক্ষণকাল পরে জ্যোৎস্না উঠে আকাশে,

হ্যা চাঁদটা আজ পূর্ণাকারে পূর্ণমতি ।

একলা পথিক দিন শেষে রাস্তায়,

ঘরে ফিরতে চায় ।

কেবলই রাত হয়ে যায়।

পথের ধারে শিশিরে স্নান করে ঘাস,

প্রকৃতির বুকে কুয়াশা নামে,

হালকাশীতেই সোয়েটার পরে যুবকের নজরকাড়ে ষোড়শী ।

নতুন দম্পতি ঠিক করে আজ রাতটা বাইরেই হবে,

হাটে আর খিলখিলিয়ে হাসে ।

সে হাসি নস্টালজিক করে তোলে ছ্যাক খাওয়া যুবককে,

প্রতিধ্বনি হয় রাতের বুকে,

আর কেবলই রাত নামে । কেবলই কেবলই

বিষয়: বিবিধ

১১১২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272157
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২১
চেয়ারম্যান লিখেছেন : আপনি তো তাবিজ দেওয়ার পাশাপাশি কবিতা ও লিখতে পারেন Happy
০৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৪
216343
তাবিজ বাবা লিখেছেন : হাহাহা ।মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই
272164
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
ফেরারী মন লিখেছেন : তাবিজ বাবা দেখি অনেক সুন্দর সুন্দর কবিতাও লিখতে পারে। Thumbs Up Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File