♦♦ একান্ত স্বর্গে ♦♦

লিখেছেন লিখেছেন আবরার আদিব ২৬ জানুয়ারি, ২০১৪, ১২:৫৯:৫৯ দুপুর



আমি আমাকে আমার স্বপ্নের সাথে

আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখছি ক্রমাগত।

আমি চাই না দু' চোখ খুলে দেখতে,

এই নষ্ট পৃথিবীর ভ্রষ্ট চাল-চরিত!

আমার ভ্রম জগতকে করেছি বৃহত্তর

এখানেই আমার চেতনা কারারুদ্ধ

এখানে ভালোবাসারা ভাসে উচ্ছ্বাসে-

কষ্টরাও পুড়ে পুড়ে হয় মহাশুদ্ধ!

বল,কোন পৃথিবীতে যাবো, কোন বেশে?

নারী হয়ে গেলে হতে হবে ধর্ষিত-

নপুংশকের বীর্যে পূর্ণ হবে জরায়ু!

যতটা ব্যর্থ শিশ্নের জান্তব উল্লাসে-

তার চেয়ে ঢের বেশী কামুক দু' চোখে!

পুরুষ বেশে পা রাখবো পৃথিবীর রাজপথে,

কতদূর যাবো বল, কত ক্রোশ দূরে?

শৃঙ্খলিত হতে হবে তোমার প্রভুর ক্রোধে

তার দাসত্বে, তার ক্লেদাক্ত পা লেহনে

প্রতিটি মুহূর্তে বেঁচে থাকার অসহায় চেষ্টা!

বল, কোন পৃথিবীতে যাবো, কোন দেশে?

আমি বরং এই স্বপ্নেই থেকে যাই

তোমরা বারেবারে করাঘাত করবে-

এই মায়াজালের অদৃশ্য দেয়ালে

আমি ছুটতে থাকবো অসীমে, অবিরত-

এক আসমান থেকে অন্য আসমানে!

তোমরাও পিছু নেবে পাশবিক চিৎকারে

আমি ছুটতেই থাকবো, আমাকে ছুটতেই হবে!

বিষয়: সাহিত্য

১০৮৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167982
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৫
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৯
122060
আবরার আদিব লিখেছেন : ধন্যবাদ আপনাকে!
167988
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২২
জবলুল হক লিখেছেন : ভালো লাগলো Good Luck
২৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:০০
122061
আবরার আদিব লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File