আ’লীগ সভাপতির হাতে লাঞ্চিত প্রধান শিক্ষক

লিখেছেন লিখেছেন টুটুল বিশ্বাস ১৮ জানুয়ারি, ২০১৪, ১১:৫৫:৫৯ সকাল

ঝিনাইদহ প্রতিনিধি ঃ টাকা ছাড়াই দাতা সদস্য হওয়ার খায়েশ ছিল কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকির। কিন্তু তার এই আবদার পুরণ না করায় ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলার কাগমারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র বিশ্বাসকে সরকারী কর্মকর্তাদের সামনে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। চরম অপমানিত হয়ে হৃদরোগে আক্রান্ত প্রধান শিক্ষক নারায়নচন্দ্র বিশ্বাস এখন যশোর মেডিকেল কলেজ হাসপাতালে এখন মৃত্যু শয্যায়। এ ঘটনায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানসহ বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। আজ রোববার মাধ্যমিক শিক্ষক সমিতি মানববন্ধন ও শিক্ষা মন্ত্রীর নিকট স্বারকলিপি প্রদানের কর্মসুচি পালন করবে। প্রধান শিক্ষককে পিটিয়ে বুধবার বিকালে শরীফুননেছা মিকি সংরক্ষীত মহিলা আসনের মনোনায়ন ফরম জমা দেয়ার জন্য কোটচাঁদপুর ত্যাগ করেছেন। এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নজরুল ইসলাম জানান গত বুধবার কোটচাঁদপুর উপজেলার কাগমারী মাধ্যমিক বিদ্যলয়ের সাবেক সভাপতি ও উপজেলা আ’লীগ সভাপতি শরীফুননেছা মিকি বিকাল ৪ টার দিকে দলবল নিয়ে কাগমারী স্কুলে যান। এ সময় স্কুল অডিট করার জন্য সেখানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান ও ঢাকা থেকে আগত দুজন কর্মকর্তা । তাদের সামনে বিদ্যলয়ের সাবেক সভাপতি ও উপজেলা আ’লীগ সভাপতি শরীফুননেছা মিকি টাকা না দিয়েই প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র বিশ্বাসকে রশিদ প্রদান এবং তাকে দাতা সদস্য হিসাবে নাম লিপিবদ্ধ করার জন্য বলেন । এ সময় প্রধান শিক্ষক নিয়মানুসারে ২ লক্ষ টাকা প্রদান ছাড়া রশিদ প্রদান বা দাতা সদস্য করাতে অপরোগতা প্রাকাশ করলে আ’লীগ সভাপতি ক্ষুদ্ধ শরীফুননেছা মিকি সাথে আসা তার লাঠিয়াল হিসেবে খ্যাত জিটি ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক ও কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার সমশেরনগর বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম ও কোটচাঁদপুর উপজেলা শহরের আদর্শপাড়ার রশির ড্রাইভারের ছেলে আাদুর রউফকে হকুম দিয়ে বলেন প্রধান শিক্ষককে পিটিয়ে মেরে ফেলো । মিকির নির্দেশ পেয়ে নিয়ন বর্হিভুত ভাবে একসঙ্গে দুই প্রতিষ্ঠানে চাকরী করা প্রভাষক সফিকুল ও আাদুর রউফ প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র বিশ্বাসকে শিক্ষা কর্মকর্তাদের সামনে চড় ঘূষি মেরে গুরতর আহত করে। এ ঘটনার পর চরম ভাবে অপমানিত হয়ে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। আশংকাজনক অবস্থায় বুধবার রাতেই প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র বিশ্বাসকে য়শোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যেখানে তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্ঝা লড়ছে । কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নজরুল ইসলাম জানান এ ঘটনার প্রতিবাদে ও বিচার চেয়ে আজ রোববার মাধ্যমিক শিক্ষক সমিতি কোটচাঁদপুর শহরে মানববন্ধন ও শিক্ষা মন্ত্রীর নিকট স্বারকলিপি প্রদান করবে। এছাড়া যতক্ষন এ ঘটনার হকুমদাতা আ’লীগ সভাপতি শরীফুননেছা মিকি ও হামলাকারীদের বিচারের আওতায় আনা না হবে ততক্ষন তারা আন্দোলন চালিয়ে যাবে। এ ব্যাপারে শরীফুননেছা মিকির সাথে তার ০৭১৬-১৮৭৯৫৬ নং মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তিনি সংরক্ষীত মহিলা আসনের মনোনায়ন পত্র জমা দেয়ার কারনে ব্য্স্তা আছেন বলে লাইন কেটে দেন।

বিষয়: বিবিধ

১১৪৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163853
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২২
হতভাগা লিখেছেন : এটাকে কি সংখ্যা লঘু নির্যাতন বলে চালানো যেতে পারে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File