আমি প্রতারক

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৬ এপ্রিল, ২০১৪, ০৬:১৬:৪৬ সন্ধ্যা

তুমি যখন বলো, আমি তোমায় ভালবাসি

আমি বলি আমিও বাসি

কিন্তু সে কি সত্যি?

তুমি বলো আসতে আমায়

আমি বলি আসবো

কিন্তু সত্যি কি আসি?

তোমায় দেখে মৃদু হেসে

হাত নাড়িয়ে জানাই প্রেম

কিন্তু এ কি মন ভোলানোর জন্য নয় ?

তুমি বলো আলোর মশাল জ্বালছি সবাই

একটু এসো

আমি মনে মনে গাল দিয়ে

মুখে বলি হা আসবো

আমি বলি নারীর অধিকার

দিতে হবে সবাইকে

অথচ তোমার দেন মহরটা

আজো আছে বাকির খাতায়

আমি বলি

ইসলাম আমার সব

সুদ আর ঘুষের টাকা

ছাড়তে পারি কই?

আমি বলি

দেশ প্রেম, দেশ প্রেম, দেশ প্রেম

অথচ অফিসে যাবার সময়টা

নড়বড়ে হয়ে যায়

দেশের মানুষের বারটা বাজাতে

হাতটা মোটেও কাপে না

এত অভিব্যক্তি আমার?

মঞ্চে না থেকেও

মঞ্চের চেয়ে ভালো

অভিনয় করে যাচ্ছি

বিষয়: বিবিধ

৮৯১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203389
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : পড়ে অনেক ভালো লাগলো অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
203483
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৯
নীল জোছনা লিখেছেন : মঞ্চে না থেকেও
মঞ্চের চেয়ে ভালো
অভিনয় করে যাচ্ছি

অনেক সুন্দর হয়েছে কবিতাটা...
203520
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৪
মোবারক লিখেছেন : পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File