♣হরতাল সমাচার♠

লিখেছেন লিখেছেন সায়েম খান ২৫ জানুয়ারি, ২০১৫, ১২:১৪:২৭ দুপুর

হরতালে পড়ছে লাথি

দিনমজুরের পেটে,

কেমন করে চলবে তারা?

খাচ্ছে যারা খেটে।

রাস্তাঘাটে চলতে গেলে

প্রাণ নিয়ে যাই হাতে,

হঠাৎ কখন দেখা মেলে

পিকেটারের সাথে।

হঠাৎ কখন আগুন লেগে

ঝলসে যে যায় দেহ,

শঙ্কা ছাড়া হচ্ছেনাতো

রাজপথে বের কেহ।

ক্ষমতারই লোভে তারা

করছে দলাদলি,

মধ্যে থেকে আমরা শুধু

হচ্ছি যে তার বলি।

মুখে মুখেই বলছে তারা

স্বদেশপ্রেমের কথা,

একবারও কেউ ভাবছেনাতো

যাচ্ছে এদেশ কোথা।

শান্তি কোথায় হারিয়ে গেল

পাচ্ছিনা তো খুঁজে,

আনতে পারে শান্তি যারা

রয়েছে চোখ বুজে।

তুমি আমি বাস না পেয়ে

গেলাম নাহয় হেটে

কেমন করে চলবে তারা?

খাচ্ছে যারা খেটে।

°°°°°°°°°°°°°°°°°°°

বিষয়: সাহিত্য

১০৮১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301643
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৬
হতভাগা লিখেছেন : খালেদাকে হুকুমের আসামী করে শীঘ্রই গ্রেফতার করা হবে , তাতে এই নৈরাজ্যও থেমে যাবে
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৪০
244032
সায়েম খান লিখেছেন : শান্তি প্রতিষ্ঠার জন্য যা করা প্রয়োজন, তাই করা উচিৎ।
303857
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৪৫
আওণ রাহ'বার লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
১১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:২৪
245800
সায়েম খান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
309977
২০ মার্চ ২০১৫ সকাল ০৮:২১
গাজী সালাউদ্দিন লিখেছেন : কবিতা অনেক সুন্দর হয়েছে। এইরকম সিমপ্লি ভাষায় কবিতা আমার বেশ ভাল লাগে। মাঝে মাঝে লিখবেন। ইনশাআল্লাহ পড়ব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File