জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের সময়

লিখেছেন লিখেছেন হোসাইন ব্লগ ২০ অক্টোবর, ২০১৩, ০১:০৯:১৬ দুপুর

জাবিতে ভর্তির রেজিস্ট্রেশন শুরু

মঙ্গলবার

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

হবে আগামী ২ থেকে ৯ নভেম্বর

পর্যন্ত।

জাবি সংবাদদাতা

জাহাঙ্গীরনগর

বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪

শিক্ষাবর্ষের ভর্তি ফরমের

রেজিস্ট্রেশন মঙ্গলবার থেকে শুরু

হবে। চলবে আগামী ২৮ অক্টোবর

রাত ১২টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

হবে আগামী ২ থেকে ৯ নভেম্বর

পর্যন্ত।

রেজিস্ট্রেশন করার নিয়ম:

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

থেকে জানা যায়, টেলিটক

প্রিপেইড মোবাইল ফোন থেকে মেসেজ

অপশনে গিয়ে ju লিখে স্পেস

দিয়ে এইচএসসি শিক্ষা বোর্ডের

Key Word <> এইচএসসি পরীক্ষার

রোল নম্বর <> এইচএসসি পরীক্ষার

সাল <> এসএসসি শিক্ষা বোর্ডের

Key Word <> এসএসসি পরীক্ষার

রোল নম্বর <> এসএসসি পরীক্ষার

সাল <> পছন্দনীয় বিভাগ এর Key

Word লিখে ১৬২২২

নম্বরে এসএমএস করতে হবে।

এসএমএস পাঠানোর পর

ফিরতি এসএমএস এ আবেদনকারীর

নাম, ভর্তি পরীক্ষার ফি ও

একটি PIN জানিয়ে দেয়া হবে।

এরপর ju <> YES <> PIN স্পেস

আবেদনকারীর নিজের ব্যবহৃত

যে কোন অপারেটরের একটি মোবাইল

নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস

করতে হবে।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

( http://www.juniv.edu ) তে পাওয়া যাবে।

বিষয়: বিবিধ

১২৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File