নাস্তিক না, ওরা পাগল

লিখেছেন লিখেছেন শরিফুল ইসলাম শোয়াইব ২৭ অক্টোবর, ২০১৩, ০৮:৫৭:৫২ সকাল

এই বিশ্বে মানুষের মধ্যে নাস্তিক বলে কোন শ্রেনী নেই। আছে সুস্থ এবং অসুস্থ মস্তিস্কের দুটো শ্রেনী।

প্রমানঃ আপনি একটি রোবট তৈরি করলেন। সেটা বিশ্বের সবাই জানে। রোবটটির স্মৃতি বা ম্যামরিতেও সেটা দেওয়া আছে। সে সর্বদা আপনাকেই তার মালিক জানে। কিন্তু হঠাৎ একদিন দেখতে পেলেন রোবটটি আর আপনার কথা শুনছেনা। আপনাকে সে অস্বীকার করছে। সে বলে তাকে কেউ তৈরি করেনি। সে এমনিতে হয়েছে। এখন আপনি কি ভাববেন? রোবটটি সত্য বলছে না তার ম্যামরি নষ্ট হয়ে গিয়েছে? যেখানে বিশ্বের সবাই জানে আপনি নিজেই রোবটটির স্রষ্টা। সে যতই আপনাকে অস্বীকার করুক সবাই বুঝবে তার ম্যামরি নষ্ট হয়ে গিয়েছে।

নাস্তিকতা ঠিক এমনি। তারা যতই বলুক আল্লাহ নেই বুঝতে হবে তাদের মাথায় সূক্ষ হলেও কিছুটা সমস্যা রয়েছে।নাস্তিক না, ওরা পাগল

বিষয়: বিবিধ

১২২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File