De Premier (2016) এক দারুণ বেলজিয়ান থ্রিলার!

লিখেছেন লিখেছেন বাংলাদেশ_জিন্দাবাদ ৩০ এপ্রিল, ২০১৭, ০৪:৪৮:৪৯ রাত





মিচেল(Koen De Bouw) বেলজিয়ামের প্রধানমন্ত্রী। আজকে বেলজিয়ামে আসছেন নতুন মার্কিন মহিলা রাষ্ট্রপতি। বেশ ব্যাস্ত দিন তার ও বেলজিয়ামের জন্য। সকাল বেলা অফিসের উদ্দেশ্যে বের হতেই তাকে কিডন্যাপ করে দুস্কৃতিকারীরা। নিয়ে তাকে দেখায় তোমার স্ত্রী ও সন্তানরা আমাদের হাতে জিম্মি। যদি তাদের জীবিত ও সুস্থ ভাবে ফিরে পেতে চাও তাইলে তোমাকে মার্কিন রাষ্ট্রপতিকে হত্যা করতে হবে। নিজের পরিবারের কথা ভেবে আপাতত বাধ্য হয় মিচেল। তারপর তাকে বন্দী রাখা আড্ডা থেকে বের করে নিয়ে তারই সরকারী গাড়ীর সামনে নিয়ে যায় দেখে যে ড্রাইভার অন্য কেউ। এরই মধ্যে তার এক ব্যাক্তিগত সহকারী পুরুষকে হত্যা করে অপহরণের সময় আর তার মহিলা যোগাযোগ সচিবকে ধরে নিয়ে যায় অন্যখানে। এরপরেই গাড়ীতে উঠে তার মোবাইল ও ল্যাপটপ পেয়ে যখন ভাবে যে ফোন করে তার দেশের সিকিউরিটির কাছে টেক্সট করবে তখনই তাকে জিম্মিকারীরা সেই ম্যাসজে ইন্টারসেপ্ট করে সেটা মুছে দেয়। এরপর ড্রাইভারের মাধ্যমে জানায় যে তোমার সব কিছু আমরা মনিটর করছি। তখন বলে আমি কিভাবে মার্কিন প্রেসিডেন্টের সাথে অস্ত্র নিয়ে ব্যাক্তিগত বৈঠক করব! দুস্কৃতিকারীরা বলে এর ব্যাবস্থাও আমরা করব। তোমাকে শুধু প্রেসিডেন্টকে গুলি করে হত্যা করতে হবে। এরপর এয়ারপোর্টে যেয়ে তার যোগাযোগ সচিব মহিলাকে দেখে খুশী হয় অন্তত সে বেচে আছে। সেই সাথে এও বুঝে যে তাকে প্রতিটা পদে নজরে রাখছে সংঘবদ্ধ দুস্কৃতিকারীরা। তারা বলছে একটু নড়চড় হলেই তার পুরো পরিবারকে শেষ করে দিবে। এরপর বাকীটা আপনারা দেখেই জেনে নিন কি ঘটে!

বেলজিয়ান Erik Van Looyর পরিচালিত এই মূভিটি IMDBতে রেটিং ৬.৬;

http://www.imdb.com/title/tt5357556

এই মূভিটা দেখতে ধৈহ্যের প্রয়োজন আছে। আশা করি মূভিটা আপনাদের ভাল লাগবে!

বিষয়: বিবিধ

৭৯২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382846
০১ মে ২০১৭ সকাল ১১:৫২
হতভাগা লিখেছেন :
আজকে বেলজিয়ামে আসছেন নতুন মার্কিন মহিলা রাষ্ট্রপতি।


০ এসব কেবল ফিল্মেই মানায় । বাস্তবতা হল - একজন পাগলেও বেছে নিতে রাজি তবুও কোন মহিলাকে না ।

মহিলারা ক্ষমতায় বসলে যে কি হয় সেটা নারী স্বাধীনতার তীর্থদেশ বাংলাদেশকে দেখে অত্যাধুনিক সভ্যদেশ বলে খ্যাত আমেরিকানরা শিক্ষা নিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট (তাও আবার নারী!) কে নিয়ে বেলজিয়ামের এই ফিল্ম বানানোর কাহিনী কি ? রানী এলিজাবেথ কি এখন ঘাস খেয়ে দিন কাটায় মিডলটনের প্রভাবে ? মিডলটনকে নিয়েও তো বানাতে পারতো ?

কি কারণ হতে পারে আরেকটি মহাদেশের ( একমাত্র সুপার পাওয়ার ) এর প্রধানকে নিয়ে সিনেমা বানানোর ? ( নিশ্চয়ই এটা বলবেন না যে বিদেশী ছবির তালিকায় অস্কার পাবার ধান্ধা)
০১ মে ২০১৭ রাত ১০:৫৯
316313
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File