ধর্ম নিরপেক্ষ মতবাদ সর্ন কিশোরী নেটওয়ার্কের অন্তরালে।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নজরুল ইসলাম ০৮ মার্চ, ২০১৫, ১২:১৩:১০ রাত

@সর্ন কিশোরী নেটওয়ার্ক @.....

চ্যানেল আইয়ের কল্যাণে আজকে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল। সেখানে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ,পুলিশের একজন উপকর্মকর্তা,সর্ন কিশোরীর ডিরেক্টর, ও আওয়ামীলীগ সরকারের একজন সাস্থ্য কর্মকর্তা এবং মাদারীপুরের অসংখ্য মেধাবী ছাত্রী। তাদের মধ্য থেকে আইকিউ টেস্ট এর জন্য পরীক্ষাও নেয়া হয়, তাদের স্লোগান হচ্ছে "জানব, জানাব,ঘটাব "সচেতন হব, এবং তা বাংলাদেশের ২কোটি ছাত্রীদের নিয়ে, এবং সেখানে তুলে ধরা বিষয়টি হচ্ছে," কুড়িতে বুড়ি নয়,বিশের আগে বিয়ে নয় "যেমনটা করে আসছিল বেসরকারি এনজিও সংস্থা ব্রেক। এখানে আরো একটি বিষয় তুলে ধরেছেন তারা, টিনএজারদের শারীরিক ও মানসিক যখনই পরিবর্তন আসে, তখনই অনৈতিকতার সাথে না জড়াই ,আমার ব্লগের মূল বিষয়টাই হচ্ছে এটি "তারা বললেন অনৈতিক সম্পর্কে না জড়ানো ,কিন্তু তারা সেই অবৈধ শারীরিক সম্পর্কটাকেই বৈধতা দিচ্ছেন ভালবাসা মাধ্যমেই ,ভালবাসার প্রতি এতটাই জোরালো প্রমাণ দিচ্ছেন যেন ওখানে ডেকে নেয়া হয়েছে ভালবাসা শেখানোর জন্য, সবাই হাতের মধ্যে দিলেন একটি করে ন্যাকপিন, আর সাস্থ্য কর্মকর্তা খুব আত্মতৃপ্তির সূরেই বললেন "আগে এসব আলোচনা প্রকাশ্য হতনা ,এখন মিডিয়ার মাধ্যমেই সারাদেশে তোমরা পৌঁছে দিবে। ২কোটির তাদের সেই আকাংখা যদি পুরন হয়ে যাই ,আমি জানিনা আসলে দেশটা ধংস হতে আর কত সময় লাগবে। আসলে আমার ব্লগে আসার সময় খুবই কম হয়, তবুও একটু সময় বের করে আসা, অবশ্য আসাটাও বাধ্যতামূলক হয়ে গেছে, ইদানিং ধর্ম নিরপেক্ষ মতবাদীরা যেভাবে কামড়ে ধরেছে আমার দেশের মানচিত্র ,জানিনা এর শেষ কোথায়। হয়তো এর থেকে আমার পরিবারটাকে রক্ষা করতে পারব, কিন্তু সারা দেশ, সারাবিশ্ব, আমাদের পরিচয়তো একটাই যে যেদেশেরই হোকনা মোরা ভাই ভাই। তাই নীতি নৈতিকতা এবং বিবেকবোধ থেকেই ব্লগটা লিখা ,রিবেশনাটা ভাল তাওনা, তবুও লিখতে হল। আসুন দেখে নিই ওদের কর্মফল আমাাদের সংবিধান কি বলে, হযরত আলী (রা) থেকে বর্নিত, তিনি বলেন রাসূলুল্লাহ (সা) আমাকে বললেন (অপরিচিত নারীর প্রতি) একবার দৃষ্টি পডে যাওয়ার পর দ্বিতীয়বার দৃষ্টি নিক্ষেপ করোনা,কেননা প্রথম দৃষ্টি তোমার, পরবর্তী দৃষ্টি তোমার নয়। (মুসনাদে আহমদ :মুসনাদে আলী (রা) ,1298)আর যে নেক আমল করবে, সে পুরুষ হোক বা নারী হোক, যদি সে মূমিন হয়, তাহলে এমন লোকেরাই বেহেশতে প্রবেশ করবে এবং তাদের বিন্দু পরিমাণ হকও নষ্ট হতে দেয়া হবেনা। (সূরা নিসা -124)তোমাদের দাসীরা যখন সতী হয়ে থাকতে চায়,তখন দুনিয়ার সার্থে তাদেরকে পতিতার পেশায় বাধ্য করোনা, যারা তাদেরকে বাধ্য করবে, নিশ্চয়ই তাদেরকে বাধ্য করার পর তাদের উপর আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান হবেন (সূরা নূর -33)যিনাকারী পুরুষ ছাড়া যিনাকারিণী নারী বা মুশরিক মহিলাকে যেন কেউ বিয়ে না করে ,এবং যিনাকারিণীকে যিনাকারী পুরুষ বা মুশরিক ছাড়া কেউ বিয়ে করেনা ,এসবই ঈমানদারদের জন্য হারাম করে দেয়া হয়েছে (সূরা নুর -3-)ধর্ম নিরপক্ষ মতবাদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। 07/03/2015 ব্লগার নজরুল ইসলাম।

বিষয়: বিবিধ

১৪৮১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307759
০৮ মার্চ ২০১৫ রাত ০৩:২০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
307774
০৮ মার্চ ২০১৫ সকাল ০৮:৪১
সোহেল মোল্লা লিখেছেন : মাইনাস
307834
০৮ মার্চ ২০১৫ দুপুর ০২:৪৬
হতভাগা লিখেছেন : [q]তাদের স্লোগান হচ্ছে "জানব, জানাব,ঘটাব "সচেতন হব,[/q

০ ঘটাব মানে ? কি ঘটাবে ?
307929
০৮ মার্চ ২০১৫ রাত ১১:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটি দেশের নারিদের শেষ করা হলে সেই দেশ এর পরবর্তি প্রজন্মও ধ্বংস হয়ে যাবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File