নোংরা রাজনীতির কবলে দেশ

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নজরুল ইসলাম ৩১ অক্টোবর, ২০১৩, ০১:৫৩:১০ দুপুর

আমার দুচোখ যেদিখে যায় শুধু হেলে,দেশে বর্ঘমান অনিশ্চিয়তার দোলাচলে।গতকাল বন্দরে জাহাজ ডুবির খবর পেয়ে একজন সি বি এফ কে সাথে নিয়ে বন্দরে ডুকলাম।ভিতর ডুকতেই আমাকে আট কি দশটা গাডী অতিক্রম করতে হয়েছে,ভাবতেই ভাল লাগল সগৌরবে চলচে বন্দর।যখন আর একটু ভিতরে ডুকলাম পন্য বোঝাই জাহাছ রাখা হয়,(সাগর পাড)গীয়ে ভাবনার মধ্যে হারিয়ে গেলাম।একি অবস্তা বাংলাদেশের প্রধান চট্টগ্রাম বন্দরের,বন্দরতো নয় যেন ষ্টেডিয়াম। আমার দেখা সেদিনে বন্দর আর আজকের বন্দর কিন্তু এক নয়,দোয়ে চার মিলেনা এ যোজন যোজন তফাত্।নিজের মনকে সান্তনা দেবার মতন নয়?তাই দ্বায়িত্বরত এক অফিসারের সং্গে কথা বলে যা বুঝলাম,বন্দরে এই অবস্তার অন্যতম কারন হচ্ছে দেশরে দুর্ভোগ পরিস্তিতি এবং২৪ ঘন্টা পেরুলেই আলাদা ফি?দেশের এই হরতাল পরিস্তিতিতে ২৪ঘন্টায় পন্য খালাশ কখোনো সম্ভব নয়?এমন কি ২৪ঘন্টা পেরুলেই যে ফি নেয়া হয় তা পন্য মালিক এবং জনগন উভয়ের জন্য ক্ষতিকর যার প্রভাব পডে খুচরা বাজারের উপর।তাই বর্তমান পেক্ষাপট বিবেচনা করে এই নীতি পরিহার করা দরকার (সিমীত সময়ের জন্য)হলেও ভাল হয় উভয়ের জন্য।এবং আমাদের রাজনৈতিক নেতাদের আন্তরিক হওয়াটা দরকার দেশর জন্য?এবং ত্যাগ করতে হবে নোংরা রাজনীতি।

আমার এই চোট্ট লিখাটা হয়তো সরকারের নজরে পডবে না,আমি চায় জন সচেনতা সৃষ্টি করতে।

বিষয়: বিবিধ

১৩৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File