কাকতালীয় ?? নাকি ফাকতালীয়??!!

লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ২৯ অক্টোবর, ২০১৪, ১১:১৭:৩০ রাত



কাকতালীয়ভাবে কত ঘটনা আমাদের চারপাশে ঘটে,কিন্তু সব ঘটনাকে কি কাকতালীয় বলা যায়?? তেমনি আমেরিকার দুইজন বিখ্যাত প্রেসিডেন্ট লিংকন ও কেনেডির জীবনে ও মৃত্যুর পরবর্তী কিছু ঘটনাতে এতটাই মিল ছিল যে এটাকে কাকতালীয় বলা যায় না বরং এটাকে ঘটনার পুনরাবৃত্তি বলা যেতে পারে । আসুন জেনে নিই সেসব অদ্ভুত ঘটনা গুলো-

১. আব্রাহাম লিংকন কংগ্রেসে নির্বাচিত হন ১৮৪৬ সালে । জন এফ কেনেডি কংগ্রেসে নির্বাচিত হন ১৯৪৬ সালে । ঠিক ১০০ বছর পরে !

২. আব্রাহাম লিংকন প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৮৬০ সালে । জন এফ কেনেডি প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৯৬০ সালে ।ঠিক ১০০ বছর পর !

৩. দুজনেই তাঁদের সন্তানদেরহারান হোয়াইট হাউজে থাকাকালীন সময়ে ।

৪. দুজনেই শুক্রবারে আততায়ীর হাতে খুন হন ।

৫. দুজনেই মাথায় গুলিবিদ্ধহন ।

৬. লিঙ্কনের সেক্রেটারির নাম ছিল কেনেডি । কেনেডির সেক্রেটারির নাম ছিল লিঙ্কন ।

৭. দুজনের আততায়ীই ছিলেন দক্ষিনরাজ্যের ।

৮. লিঙ্কনের খুনির নাম ছিল জন উইকিস বুথ,জন্মসাল ১৮৩৯ ।

কেনেডির খুনির নাম ছিল লি হারভে অসোয়াল্ড,জন্মসাল১৯৩৯। ব্যাবধান ঠিক ১০০ বছর!

৯. দুইজন খুনির নামই তিনটি শব্দ ও পনেরটি অক্ষর নিয়ে গঠিত।

১০. লিঙ্কন এবং কেনেডি উভয়েরই পরবর্তী প্রেসিডেন্টের নাম জনসন ।

১১. উভয় প্রেসিডেন্ট নিহত হওয়ার পর তাঁদের স্ব স্ব ভাইস প্রেসিডেন্ট ক্ষমতায় আসেন এবং পরের নির্বাচনে যথাক্রমে ১৮৬৯ ও ১৯৬৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন ! যা ১০০ বছরের ব্যবধান !

১২. লিঙ্কনের পরবর্তী এন্ড্রু জনসনের জন্মসাল ১৮০৮। কেনেডির পরবর্তী লিন্ডন জনসনের জন্মসাল ১৯০৮। ব্যাবধান ঠিক ১০০ বছর!

মাথা ঘুরছে? এবার একটু নড়েচড়ে বসুন!

১৩. লিঙ্কন একটি থিয়েটারে গুলিবিদ্ধ হন । থিয়েটারটির নাম ছিল ফোর্ড । কেনেডি গাড়ির ভেতর গুলিবিদ্ধ হন । গাড়িটি ছিল ফোর্ড ব্র্যান্ডের।

১৪. গুলিবিদ্ধ হওয়ার সময় উভয় প্রেসিডেন্টের পাশেই ফাস্ট লেডিরা উপস্থিত ছিলেন। এছাড়া উভয় জনের বেলাই উপস্থিত ছিলেন জেলার গভর্নর এবং তাদের পত্নীরা । উভয়জনের ক্ষেত্রে গুলি প্রেসিডেন্টের মস্তক ভেদ করে পাশে উপবিষ্ট গভর্নরের শরীরেও আঘাত করে। তবে উভয়ে (প্রেসিডেন্টদের পাশে যার গায়ে গুলি লেগেছিল) তারা প্রাণে বেঁচে যান এবং উভয় জনের বেলায় ফার্স্ট লেডিরা ও গভর্নরের স্ত্রীরা অক্ষত ছিলেন ।

১৫. লিঙ্কনকে থিয়েটারে গুলি করে খুনি একটি ওয়্যারহাউজে গিয়ে লুকিয়ে থাকে। কেনেডিকে ওয়্যারহাউজে গুলি করে খুনি একটি থিয়েটারে গিয়ে লুকিয়ে থাকে।

১৬. দুইজন খুনিই তাদের বিচার প্রক্রিয়ার আগে (দুজনেই ঠিক এক মাস আগে) মারা যায় ।

১৭. লিংকন ও কেনেডি এ দুটো ইংরেজি বানানে লিখতে ৭টি করে অক্ষরের প্রয়োজন হয় । যেমন – Lincoln

এবং Kennedy. এটা অবশ্যই কাকতালীয়র চেয়ে বেশি কিছু!

বিষয়: রাজনীতি

১২৪৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279469
২৯ অক্টোবর ২০১৪ রাত ১১:৫০
তৃতীয় চোখ লিখেছেন : ভালো লাগলো
২৯ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৯
223208
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : ধন্যবাদ, ৩য় চোখের দৃষ্টিটা আমার উপর পড়ার জন্য। Winking
279483
৩০ অক্টোবর ২০১৪ রাত ১২:৪৬
আফরা লিখেছেন : ভুলে গিয়েছিলাম ভালই করেছেন ভাইয়া শেয়ার করে মনে পড়ল ।ধন্যবাদ ভাইয়া ।
279502
৩০ অক্টোবর ২০১৪ রাত ০৩:৪৮
279513
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৫:০৮
বুড়া মিয়া লিখেছেন : এই পোষ্ট মনে হয় আগেও পড়েছিলাম এ ব্লগেই; আবারও পেয়ে ভালো লাগলো ...
279540
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৩৩
মামুন লিখেছেন : লিখাটি পড়লাম। ভালো লেগেছে। ভালো লাগা রেখে গেলাম। ধন্যবাদ। Rose Rose
280032
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবা তবে শিরোনাম টা ভাল লাগেনি! এমন শব্দ ব্যবহার না করাই উত্তম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File