মিশরবাসীর উদ্দেশে জেল থেকে লেখা, মিশরের বৈধ প্রেসিডেন্ট, ড. মুহাম্মাদ মুরসির ঐতিহাসিক অগ্নিঝরা চিঠি (৪/৬/১৪)

লিখেছেন লিখেছেন বুসিফেলাস ০৫ জুন, ২০১৪, ১০:১৯:৫৬ সকাল



হে আত্মসম্মানাবধসম্পন্ন বিপ্লবী জনগণ!

আল্লাহ তা‘আলা আমাদের ২৫ জানুয়ারীর পবিত্র বিপ্লবকে চূড়ান্ত পর্যায়ে নেয়ার জন্য কঠিন পরীক্ষা নিচ্ছেন। তবে তিনি এর জন্য এমন কিছু খাটি বিপ্লবী নারী-পুরুষ প্রস্তুত করে দিয়েছেন, যাদের নিয়ে মিশর সমগ্র পৃথিবীর উপর গর্ব করতে পারে।

হে চিরস্বাধীন, বিপ্লবী জনতা!

পাহাড়ের অটলতা ও বজ্রপ্রতিজ্ঞা নিয়ে তোমরা শান্তিপূর্ণ, রক্তপাতহীন বিপ্লবের কঠিন পথে এগিয়ে চলো। আল্লাহ তা‘আলার প্রতি আমার একান্ত বিশ্বাস: তোমাদের বিপ্লব অদূর ভবিষ্যতেই সফল হবে। তোমাদের জন্য অপেক্ষা করছে নিরংকুশ বিজয়। তোমরা বিপ্লবের আবহ অব্যাহত রাখবে। যাতে এর কলকল প্রতিধ্বনি বিশ্ব শুনতে পায়।

জনগণকে অচেতন বানিয়ে সামরিক অভ্যুত্থানের নায়ককে রাষ্টপ্রধানের আসনে অভিষিক্ত করার নাটককে কিভাবে তোমরা নীরব সচেতনতার দ্বারা চপেটাঘাত করে ওদের মাথা নুইয়ে দিয়েছো, বিশ্ব তা দেখেছে।

তোমরা এভাবে ঐক্যবদ্ধ থাকো। বিচ্ছিন্ন হয়ে যেওনা। পরস্পর মনোমালিন্য করো না। তাহলে তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে।

আল্লাহ সাক্ষী, আমি দুর্নিতি ও অপরাধ প্রতিরোধের চেষ্টায় ত্রুটি করিনি কিংবা অবহেলা করিনি। আইনী ধারায় একবার হলে, বিপ্লবী ধারায় বহুবার। কখনো নির্ভুল হয়েছে আমার সিদ্ধান্ত, কখনোবা হয়েছে ভুল। কিন্তু আমি তোমাদের সাথে কখনো খিয়ানাত করিনি। করবো না কোনদিন। আমি সর্বাত্মক প্রচেষ্টা নিয়ে জীবনের অনেকগুলো বছর কাটিয়েছি ওদের অপরাধের মুখোমুখি দাঁড়িয়ে । যতদিন বেঁচে থাকবো, এভাবেই থাকবো ইনশাআল্লাহ।

হে মিশরের বিপ্লবী যুবসমাজ!

বিপ্লবের পূর্ণতা সাধনে তোমাদের আত্মত্যাগ বিশ্ববাসীকে স্তম্ভিত করেছে। তোমরাই আজ, তোমরাই আগামী। তোমরাই বর্তমান। তোমরাই ভবিষ্যত। বরং তোমরাই হলে জন্মভূমি।

তোমাদের অনড়তা ও সংকল্প-প্রতিজ্ঞার সাথেই জড়িয়ে রয়েছে বিপ্লবের পথচলা। আমার আত্মবিশ্বাস, তোমরা বিপ্লবের পতাকা চিনতে ভুল করবে না। এর মর্যদা রক্ষায় হবে না পথহারা । তোমরা অন্যন্য। অতএব, বিপ্লব, বিপ্লব। ধৈর্য, ধৈর্য।।।।।। আল্লাহর শপথ, আমি দেখতে পাচ্ছি, আমাদের পরে তোমরাই সেই প্রজন্ম, যারা তাদের সন্তানদেরকে একদিন গর্ব করে বলবে, কিভাবে তারা ধৈর্য ধারন করে বিজয় ছিনিয়ে এনেছিলো! কত আত্মত্যাগের বিনিময়ে বিপ্লবকে সফলতার স্বর্ণদ্বারে পৌঁছিয়ে দিয়েছিলো।

মিশরবাসীর অব্যাহত বিপ্লব ও শান্তিপূর্ণ অতুলনীয় অহিংস আন্দোলনের দৃঢ়তার কারণে কোন স্বাধীন জাতি-গোষ্ঠী এই পাপীষ্ঠ অভুত্থ্যান ব্যবস্থাকে মেনে নেয়নি। এবং ভবিষ্যতেও বিশ্বের কোন স্বাধীন জনগোষ্ঠী মিথ্যার উপর প্রতিষ্ঠিত এসব মিথ্যাচারকে মেনে নেবে না।

সবশেষে, তবে এটা আমার শেষ কথা নয়, আমি আমার অগ্রণী জাতিকে বলতে চাই, তোমরা তোমাদের দৃষ্টিকে বিপ্লব ও এর উদ্দেশ্যের প্রতি স্থির রাখো। মনে রেখ, শহীদদের রক্ত, আহতদের আর্তি আর বন্দীদের ত্যাগ কোন দিন বৃথা যেতে পারে না; যতদিন এই বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের মত লোক থাকবে, যারা বিপ্লবকে নিয়ে ভাববে,এর পতাকা সমুন্নত রাখবে, এর নীতি-আদর্শে বিশ্বাসী হবে, এর উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকবে। আমি জানি, পথ খুবই কঠিন। কিন্তু আমি বিশ্বাস করি, তোমরা অকৃত্রিম, খাঁটি এবং তোমরা সত্য-ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। আমি নিশ্চিত, আল্লাহর সাহায্য তোমাদের জন্য অবশ্যই আসবে।

আল্লাহ তোমাদের জন্য তোমাদের জন্মভূমি ও তোমাদের এ জাতিকে বরকত দান করুন। তোমরা বিপ্লবের ধারায় অবিচল থাকো।

মুহাম্মাদ মুরসী

প্রেসিডেন্ট,

গণপ্রজাতন্ত্রী আরব মিশর|

(সূত্র: http://www.ikhwanonline.com/

অনুবাদ: ড. বি. এম. মফিজুর রহমান আল-আযহারী। সহযোগী অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম)।

মূল:-

رسالة من الدكتور محمد مرسي الرئيس الشرعي للبلاد إلى شعب مصر أيها الشعب الثائر الأبي: قدّر الله لثورتنا المباركة- ثورة 25 يناير- أن تواجه الصعاب لمنتهاها ولكنه هيأ لها رجالاً بحق... ثوارٌ رجالاً ونساءً تفاخر بهم مصر سائر الأمم. أيها الثوار الأحرار : سيروا على درب ثورتكم السلمية البيضاء بثبات كالجبال وبعزائم كالرعود فثورتكم منصورة في القريب العاجل- هذا يقيني في الله- وخلفكم أغلبية ساحقة من الشعب تنتظر منكم أن تهيئوا لها الأجواء الثورية لتسمعوا هديرها المدوي بعد أن أسمعت العالم صمتها الهادر في مسرحية تنصيب قائد الانقلاب التي أرادوا لها شعبًا مغيبًا فصفعهم بوعيه وأذل ناصيتهم. فتجمعوا ولا تفرّقوا ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم. الله يشهد أني لم آل جهدًا أو أدخر وسعًا في مقاومة الفساد والإجرام بالقانون مرة وبالإجراءات الثورية مرات فأصبت وأخطأت ولكني لم أخن فيكم أمانتي ولن أفعل ولقد بذلت سني عمري في مواجهة إجرامهم وسأبقى كذلك مادام في عمري بقية. يا شباب مصر الثائر لقد أبهرتم العالم باستكمالكم لثورتكم وأنتم اليوم والغد.. الحاضر والمستقبل.. بل أنتم الوطن.... والثورة معقودة في عزائمكم أثق أنكم سترفعون لواءها وتوردوها مجدها. فالثورة الثورة والصبر الصبر أيها الأفذاذ ووالله كأني أراكم أجيالاً من بعدي تروون لبنيكم كيف صبرتم فانتصرتم وضحيتم فتمكنت ثورتكم. إن كل الشعوب الحرة لم تعترف بهذا النظام الانقلابي المجرم بسبب استمرار ثورة المصريين وتمسكهم بسلميتها المبدعة ولن يعترف حر في العالم كله بما بني على هذا الباطل من أباطيل. وأخيرًا وليس آخرًا أقول لشعبي الرائد: لتكن عيونكم على ثورتكم وأهدافها السامية ولن تضيع دماء الشهداء ولا أنات الجرحى والمصابين ولا تضحيات المعتقلين أبدًا ما دام للثورة رجال يحملون همها ويرفعون لواءها ويؤمنون بمبادئها ويصطفون حولها حتى تحقق كامل أهدافها. أعلم أن الطريق صعبة لكني أؤمن بأصالة معادنكم وعدالة قضيتكم وأثق في نصر الله عز وجل

বিষয়: আন্তর্জাতিক

১৬০০ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230856
০৫ জুন ২০১৪ সকাল ১১:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো Rose Rose Rose
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০১
210832
বুসিফেলাস লিখেছেন : ধন্যবাদ ভাই Love Struck
230857
০৫ জুন ২০১৪ সকাল ১১:৩৬
egypt12 লিখেছেন : ভালো লাগলো... Rose Rose Rose
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০২
210833
বুসিফেলাস লিখেছেন : Good Luck
230863
০৫ জুন ২০১৪ সকাল ১১:৪৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এতো আহাজীর পরেও কি মিশর ফেরত পাবে বিপ্লবীরা?
০৫ জুন ২০১৪ দুপুর ১২:১০
177632
নোমান২৯ লিখেছেন : পাবে।অবশ্যই পাবে। কেন পাবে না। হয়ত একটু সময় লাগবে।কি তাই নয় কি ?
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০২
210834
বুসিফেলাস লিখেছেন : সবর করতে হবে Praying
230874
০৫ জুন ২০১৪ দুপুর ১২:১১
নোমান২৯ লিখেছেন : অসাধারন ।বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি প্যারাটুকু। ধন্যবাদ ভাইয়া । Rose Rose Rose
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০২
210835
বুসিফেলাস লিখেছেন : Love Struck Love Struck Love Struck
230878
০৫ জুন ২০১৪ দুপুর ১২:২৯
মাজহার১৩ লিখেছেন : এতদিন পর ডঃ মুরসী লাইনে আইছে।
বিপ্লব। বিপ্লব।
বিপ্লব ছাড়া ইসলাম প্রতিষ্টা সম্ভব নয়।
সালাউদ্দিন আইয়ুবী কিংবা তারিক বিন যিয়াদ গনতন্ত্রের পথে হাটেন নি বিপ্লবের মাধ্যমে বিজয় নিশ্চিত করেছেন।
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০২
210836
বুসিফেলাস লিখেছেন : Angel
230908
০৫ জুন ২০১৪ দুপুর ০১:২৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৩
210837
বুসিফেলাস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
231115
০৫ জুন ২০১৪ রাত ০৮:৪৪
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : খুব ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৩
210838
বুসিফেলাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File