উনারা এখন কি করবেন।

লিখেছেন লিখেছেন নাবীল ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:১১:৫৫ রাত

এখন উনারা কি করবেন।গত আওয়ামী সরকারের আমলে ৫ টা বছর আওয়ামী সরকার জামাতের গড়ে ২০ জন কর্মী কে শান্তিতে ঘুমাইতে দেয় নাই।

বেশির ভাগ নেতা কর্মীই আত্বিয় স্বজনের বাড়িতে এই দিক সেই দিক ঘুমাইতো।

এতো কিছুর পর ও আওয়ামী রা কি জামাত মানুষের অন্তরের ভালবাসা থেকে মুছে ফেলতে পেরেছে,পারবে ও না কারণ দেশের সব মানুষ তো আর আওয়ামী গাজা খোরদের কথায় চলেনা।

৯৭ টা উপজেলায় মাত্র ২৭ টা তে প্রার্থি দিয়েছে জামাত এতে পেয়েছে ১৩ টা চেয়ারম্যাম।যদি ৯৭টায় দিতো আওয়ামী চেয়ারম্যান সংখ্যা আরো কমে যেতো।

ভাইস চেয়ারম্যান পদে ভারতীয়দের ২৪ টি আর জামাতের ২৩ টি কি বুঝলেন।

জামাত যদি ভারতীয়দের মত মাঠে ময়দানে থাকতো তাহলে ভারতীয় রা কয়টা চেয়ারম্যান পাইতো।

গত ৫ বছর আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে রাস্টিয় সন্ত্রাসের এমন কোন ফর্মুলা নাই যা তারা ব্যবহার করে নাই।

তার পরে ও তারা কি তাদের আদর্শ মোকাবিলা করতে পেরেছে।

রাস্টিয় সন্ত্রাস দিয়ে কি কখনো কোন আদর্শ কে মোকাবিলা করা যায়।

জামাতে ইসলামী একটি ইসলামী আদর্শ ভিত্তিক রাজনৈতিক সংগঠন।সুতারাং কোন সংগঠনকে মোকাবিলা করতে হলে তাকে আদর্শ দিয়েই মোকাবিলা করতে হবে।

আওয়ামীদের কি আদর্শ আছে যা দিয়ে তারা খোদা ভিরু একটি রাজনৈতিক দলকে মোকাবিলা করবে।

তাদের মুল শক্তি হচ্ছে হত্যা গুম ।এর বাহিরে তারা জাতীকে কি দিয়েছে।

শেখ হাছিনা এবং তার ছেলা ছামুন্ড়রা জামাতের বিরুদ্ধে কম করেন নাই।

শেখ হাছিনার এখন কি রাস্তা খোলা আছে এই চেয়ারম্যান দের উনি মেরে ফেলতে পারবেন,পারলে ও পারতে পারেন উনাদের সেই অভ্যাস আছে।

কিন্তু উনাদের মনে রাখা উচিত ইতিহাস ইতিহাসের গতিতে চলে।

মানুষের মনের ভালবাসা থেকে জামাত কে কেউ নিশ্চিহ্ন করতে পারেনা।

কুলাঙ্গার ইনু কুত্তার বাচ্ছা রাস্তা দিয়ে একা চললে বুঝতি জনগন কাকে বলে।

মনে হয় দেশ তা শুধু উদের।

ভূয়া মুক্তিযোদ্ধা সব চাইতে আওয়ামী লীগে বেশি।

জামাতে ও হাজার হাজার মুক্তিযোদ্ধা রয়েছে যারা রনাঙ্গণে যুদ্ধ করেছে।

আওয়ামী দের অপপ্রচারে সবাই রাজাকার।অথচ নিজের মেয়ের শশুর ১ নাম্বার রাজাকার।

অথচ এই সমস্ত মিথ্যা অপপ্রার এবং রাস্টিয় সন্ত্রাসের বিরুদ্ধে জনগন জামাতের পাশে এসে দাড়িয়েছে।

এতে কি বুঝা যায়না জামাত দেশ দরদী না দেশের বিরুদ্ধে কথা বলে।

বিষয়: বিবিধ

১৩২৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180375
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : উনারা এখন বলবেন দেশের মান্সুহ সবাই রাজাকার
180376
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৪
অজানা পথিক লিখেছেন : জ- তে জনগন
তুই রাজাকার তুই রাজাকার
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩০
133337
মাটিরলাঠি লিখেছেন : Rolling on the Floor
180387
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১০
আবু আশফাক লিখেছেন : রাজাকারে দেশটা ভইর‌্যা গ্যাচে গ্যা!
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২১
133299
নাবীল লিখেছেন : ধন্যবাদ।রাজাকার রা দেশে শান্তি আনতে পাবে।দুই রাজাকার তো মন্ত্রী ছিলেন,মাটির তলে থেকে ও তো দূর্ণীতি খুজ পায়।
180395
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৬
সজল আহমেদ লিখেছেন : একতর্ফা বকাবকি ঝাকাঝাকি।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৩৫
133842
নাবীল লিখেছেন : এক তরফা দুই নম্বরি কাজ তো সারা দেশে আওয়ামী লীগই করে যাচ্ছে।প্রতিবাদ তো করতেই হবে।
180459
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩৬
ইকুইকবাল লিখেছেন : বানান ও যতি চিহ্নের দিকে খেয়াল করতে একদম ভুলবেননা যেন।
লেখাটি সুন্দর হয়েছে। তবে সব সময় জামাতের সমর্থন করলেই চলবেনা। তাদের ত্রুটিগুলিও ধরিয়ে দিতে হবে।
আওয়ামীলীগের নাম্বার ওয়ান ভুল হল তারা অতিমাত্রায় ভারত প্রেমিক। এটিই জনতার কাছে কল হয়েছে
180475
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৭
প্যারিস থেকে আমি লিখেছেন : হুম!!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File