বিয়েতো করতে হবে, কিন্তু কাকে?

লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ১৬ জুন, ২০১৪, ০৩:২২:১৮ দুপুর

বিয়ে করতে হবে। কাজটা আজ না হয় কালতো করতে হবে আপনাকে আমাকে। ডাল পালা বিস্তার করে হাজারো রঙিন স্বপ্ন। এক টুকরো সুখের প্রবাহ যেখানে সদা জাগুরুক থাকবে। এমনি হাজার স্বপ্ন আপনার আমার। এমন থাকটা স্বাভাবিক প্রত্যেকের

জীবনে। তবে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে এই সমাজের উপর

দিয়ে খেয়াল করেছেন? দৃষ্টি নিপুণ আর কর্ণ সজাগ থাকলেই ঝড়ের গতিবেগ এবং ক্ষয়ক্ষতি কিছুটা আঁচ করতে পারবেন। প্রবাহিত সে ঝড় গোটা সমাজ ব্যবস্থাকে তছনছ করে দিচ্ছে। গ্রামে এলাম বেশ কিছুদিনের জন্য। কিছুটা দীর্ঘ অন্য বারের তুলনায়।

সারা দেশের ন্যায় আমাদের এলাকার ওপর দিয়েও সে ঝড় অনবরত বয়ে চলেছে। ইস, যে ক্ষতিটা হয়ে যাচ্ছে! ইচ্ছে করলেই যাকে প্রতিরোধ করা যায়না। বন্ধু মহলসহ কয়েক জনের থেকে ক্ষতির পরিমাণ জেনে আক্কেল গুড়ুম।

সামান্য কিছু পরিমাণ:

*পরিবার থেকে মেয়েদেরকে এখন প্রেম করে সঙ্গি জোটাতে ফোন

কিনে দেওয়া হয়। কয়েক বছর পূর্বেও যাকে ভাবা যেতনা।

*একেক জন ছেলে মেয়ে অগণিত সম্পর্কে জড়িত। টাইম পাস

আরকি!

*শুধু এখানেই সীমাবদ্ধ নয়, দৈহিক সম্পর্ক গড়ে উঠছে প্রায় ক্ষেত্রে।

*এরা জীবন গড়া ভুলে আদিম মত্ত্বতায় বিভোর।

*ফ্রি সেক্স তবে স্টাইলটা কিছুটা গোপনীয়। আশা করা হচ্ছে কয়েক

বছর পর এটাও উধাও হয়ে যাবে।

*দশ বছরের পোলা পনের বছরের মেয়েকে ভালোবাসে নাকি!

হাসতে হবে বুঝি? ভালো করে ভেবে দেখুন,কীভাবে, কাকে নিয়ে আপনার দীর্ঘ প্রতিক্ষার স্বপ্নের জাল বুনবেন। এটাতো গ্রাম, শহরের

অবস্থা কেমন আমার থেকে ভালো জানবেন নিশ্চয়। বন্ধুরা একত্র হলে অনেক কথাই হয়.একদিন কথার প্রেক্ষিতে বললাম,তোমাদের

এলাকায় ভালো মেয়ে আছে? তার উত্তর আসলো কিছুটা দেরিতে, মাথা ঘামিয়ে। বলল, তুমি যে কোয়ালিটির পেতে চাও তেমনটা নেই। এমন অবস্থা প্রায় এলাকার। তবে ব্যতিক্রম কিছু নিশ্চয় রয়েছে। তা নাহলে সমাজ চলত না। কী ভাবছেন, বিয়ে করবেন না? বিয়ে করতে হবে এটাই রীতি। আশার কথা হলো কিছু

মেয়ে, কিছু ছেলেকে আপনি অবশ্যই পাবেন চরিত্রবান। তার

থেকে বেছে নিতে হবে আর কি! পরিশেষে একটা কথা। ঝড়

উঠেছে বলে গৃহে বসে নিজেকে বাঁচাতে চেষ্টা করলে চলবেনা। ঝড়

প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। সামাজিক সংগঠন গড়ে তুলতে হবে। বহুবিধ কর্মসূচী হাতে নিতে হবে যেমনটা ঝড়ের

বাহক শয়তান নিচ্ছে।

বিষয়: বিবিধ

১১৪২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235412
১৬ জুন ২০১৪ বিকাল ০৪:১৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : এটা নিয়ে টেনশন করি না। আমি সবসময় নিজেকে দিয়ে সবকিছু বিবেচনা করি। যদি আমি ফ্রেশ থাকি তাহলে অবশ্যই একটা ফ্রেশ মেয়ে পাবো আর যদি আমার ভিতর ভেজাল থাকে তাহলে ভেজাইল্লা মেয়ে পাবো। সাফ কথা।
১৬ জুন ২০১৪ রাত ০৯:১৫
182092
ওমার আল ফারুক লিখেছেন : ঠিক বলেছেন.কিন্তু যে শ্রোত বয়ে যাচ্ছে তা থেকে বেঁচে থাকা কতটুকু সম্ভব?
235426
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:০৮
ছিঁচকে চোর লিখেছেন : আমারও টেনশন। প্রায় সব মেয়েই সম্পর্কে লিপ্ত। যারা বাকি আছে তাদের খুঁজে পাওয়া মুশকিল। এখন বিয়া করমু কারে সেটা নিয়ে চিন্তিত। Thinking
১৬ জুন ২০১৪ রাত ০৯:১৬
182094
ওমার আল ফারুক লিখেছেন : টেনসিত ভাই
235431
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:১৪
মাটিরলাঠি লিখেছেন :
বিয়েতো করতে হবে, কিন্তু কাকে?
কেন ভাই শেষ পর্যন্ত ভাবীকেই বিয়ে করবেন। Time Out
১৬ জুন ২০১৪ রাত ০৯:১৯
182096
ওমার আল ফারুক লিখেছেন : আপনার ভাবিকেইতো পাচ্ছিনা কাকে বিয়ে করব!
235576
১৬ জুন ২০১৪ রাত ০৯:২৩
আওণ রাহ'বার লিখেছেন : আমি তাকাওয়াবান হই
তাহলে আল্লাহ আমাকেও তাকাওয়াবান সাথি দান করবেন।
ইনশাআল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File