শিবিরকে যে আল্লাহ কতবার কত কঠিন মুহুর্তে কুদরতী সাহায্য করেছেন তার কিছু বর্ণনা

লিখেছেন লিখেছেন ঊর্মি ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:০৬:২৫ দুপুর

৩টি ঘটনা পড়ুন!!!

==============

শিবিরকে যে আল্লাহ কতবার কত কঠিন মুহুর্তে কুদরতী সাহায্য করেছেন তা বর্ণনা করা যাবেনা ।

তিনটি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ :

১. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাগুতী ছাত্রসংগঠন BCL শিবিরের উপর সশস্ত্র হামলা করেছে । নিরস্ত্র শিবির প্রতিরোধ গড়ে তোলেছে । ওদের অনেক আহত হল । দাঙ্গা পুলিশকে খবর দেয়া হলো । দাঙ্গা পুলিশ সর্বোচ্চ স্পীডে গাড়ি ছাড়ল । রাস্তা এক্সিডেন্টে সবাই চিরতরে ঘুমিয়ে পড়ল । নয়ত সেদিন আমাদের অনেক ভাই গুরুতর আহত ও পঙ্গু হতেন

২. কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বৈঠক চলছে । খবর পেয়ে পুলিশ চতুর্দিক থেকে প্রোগ্রামস্থল ঘেরাও করেছে । একটু পরই পুলিশ গ্রেফতার করার উদ্দেশ্যে উপরের তলায় উঠতে লিফটে উঠল । অমনি তা ভেঙ্গে পড়ে । সব উল্টাপাল্টা হয়ে গেল । নেতৃবৃন্দ এই সুযোগে নিরাপদে সরে গেলেন ।

৩. চবিতে শিবির বিদায় করতে সব ছাত্রসংগঠন এক হল । সবাইকে তাড়িয়ে দিল । অর্থাত্‍ শিবির ক্যাম্পাসছাড়া হল । সাবেক সিপি সেসময়ের চবি সভাপতি এড. মতিউর রহমান আকন্দ ভাই ক্যাম্পাসে উঠার নিয়ত করলেন । অনেকে এতে ভয়ে পিছুটান দিলেন । মাত্র ২৭ জন শাহাদাতপিয়াসী মর্দে মুজাহিদ ভাইকে নিয়ে নিরস্ত্র অবস্থায় সশস্ত্র হাজারো গুন্ডাদের বিরুদ্ধে "নারায়ে তাকবীরের" শ্লোগাণ দিয়ে এগিয়ে গেলেন । ওরা ভয়ে চলে গেল । পরে ওরা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিল "আমরা যখন শিবিরকে আক্রমণ করতে যাই তখন দেখি মানুষের মত বিশাল আকৃতির প্রাণী আমাদেরকে মারতে আসছে । এজন্য ভয় পেয়ে যাই । শিবির কোন ফ্যাক্টরই ছিলনা"

Allaahu Akbar!!!

Lillaahil hamd!!!

অতএব ভাইয়েরা হিম্মত হারাবেন না । "লা তাহযান" আল্লাহই আমাদের জন্য যথেষ্ট ।

আল মুজাহিদ আরমান থেকে নেয়া

বিষয়: বিবিধ

১৫৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File