এক গৌড় গোবিন্দর বৃষ্টি বিলাস

লিখেছেন লিখেছেন শারমিন হক ৩১ আগস্ট, ২০১৫, ১০:৫০:৫৪ সকাল



৯০’ শতকের শেষের দিকে এই শতাব্দীর শুরুর কয়েকটি বছর আমি এই গৌড় গোবিন্দর প্রচণ্ড ভক্ত ছিলাম।

তার সায়েন্সফিকেশন লেখা খুব আগ্রহ নিয়ে পড়েছি।

খু্ব সুন্দর ভাবে ফুটিয়ে তুলত রোবটের সাথে মানুষের প্রেম।

তার লেখা- নিতু ও তার বন্ধুরা

বইটি পড়েছিলাম একজনের কাছ থেকে চুরি করে।

যেটি পরবর্তীতে বিটিভি তে মেগা সিরিয়াল হয়েছিল ।

পরে জানলাম এ সমস্ত লেখা তার নিজের নয় ,অন্যের কাছ থেকে চুরি করা। যেটা একজন লেখকের জীবনে সবচেয়ে বড় অপরাধ।অন্যের লেখা ট্রান্সলেট করে নিজের নামে চালিয়ে দেয়া।

হুমায়ূন আহমেদের ট্রান্সলেট করা বহু বই আমি পড়েছি কিন্তু সেখানে প্রকৃত লেখকের নাম উল্লেখ করা থাকত।

এখন আমি জাফর ইকবালের কোন বই পড়ি না কিন্তু আমার সাদাসিধে কথা,তোমরা যারা টাইপের কলাম গুলো নিয়মিত পড়া হয়।

এখন আমার কাছে মনে হয়-

জাফর ইকবালের মত অন্ধ,একচোখা,স্বার্থপর,নিচু প্রকৃতির লেখক পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই।

এই লেখককে আমি দেখেছি -

সত্যকে মিথ্যা ,মিথ্যাকে সত্য কিভাবে লেখনীর মাঝে ফুটিয়ে তুলে!

এখন সে বষ্টিতে ভিজে নিজের নাক কাটা থেকে রেহাই পেতে চান।তার এই বৃষ্টি ভেজাকে আমার কাছেে এক গৌড় গোবিন্দর বৃষ্টি বিলাস বলে মনে হয়।

মোজাম্মেল হক সোহেল

বিষয়: বিবিধ

১৩৩৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338787
৩১ আগস্ট ২০১৫ সকাল ১১:১৮
নাবিক লিখেছেন : আহা শেষ বয়সে ছ্যারের একি দশা
338794
৩১ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সাহিত্য ব্যবসা করে উনি উপরে উঠতে চাইছেন।
338827
৩১ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০৯
হতভাগা লিখেছেন : আর কিছু করতে পারুক বা না পারুক , ইনারা ভাব ধরতে পারেন ভাল ।

সাথে কিছু চামচাও জুটে গেছে দেখছি!
338842
৩১ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৯
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : এক মায়ের পেটে জন্মালেই এক হয় না...মূর্খ পন্ডিত...সরি ছবিটা অশালিন হয়ে গেলো...তার জন্য এর চেয়ে শালিন ছবি আমার সংগ্রহে নাই আবারো সরি...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File