জাতির কাছে আমার প্রশ্ন - আসল ধর্ম ব্যবসায়ী কারা?

লিখেছেন লিখেছেন শারমিন হক ০৯ নভেম্বর, ২০১৩, ০৯:৪২:৪৮ রাত



আমাদের ব্যর্থতায় -এদেশে তসলিমা নাসরিন,রোকেয়া প্রাচি,মিতা রায়,অদিতি ফাল্গুনিদের মত রক্ষীতা,পতিতা বেড়েই চলেছে এটা যেমন সত্য, এরচেয়ে বড় সত্য এদেশের রাজনীতিতে ধর্মের একটা বড় প্রভাব রয়েছে।ধর্মীয় ভাবাবেগ ব্যতীত কোন দলেরই ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।আর এ ধর্মকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে আওয়ামিলীগই বেশি ব্যবহার করেছে।অথচ,তাঁরা এ সিঁড়িটাকে ব্যবহার করে যতবার ক্ষমতায় গিয়েছে ততবারই এ সিঁড়িটাকে ভেঙে ফেলার ব্যর্থ চেষ্টা করেছে।

শেখ মুজিবের সময়টা না হয় বাদই দিলাম।আমরা ‘৯৬ সনে দেখেছি মাথায় পট্রি ,হাতে তজবিহ মনে হয়েছিল পূণ্যবতী কোন নারী।নাস্তিকবাদী জয়ের মাথায় টুপি দেখে আশ্চর্য হলেও অবাক হয় নি কারণ,এটা তাঁদের নিত্যনৈমত্তিক পেশা এবং এও বুঝতে পারলাম রঙ বদলাতে শুরু করেছে।কিছুদিন আগে আলেমরা শাপলা চত্ত্বরে সরকারের পতনের কোন আন্দোলনে আসে নি,এসেছিল নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবী নিয়ে।এই নাস্তিক ব্লগাররা পৃথিবীর সর্বশ্রেষ্ট ধর্ম ইসলাম এবং সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব হযরত মুহাম্মাদ(সাঃ) কে নিয়ে কটূক্তি করছিল।কিন্তু ,সরকার কি করল নাস্তিকদের সব ধরণের সাপোর্ট দিল যেমন-নেশা জাতীয় দ্রব্যাদি, বিরায়নি,টাকা ,পুলিশ।অপরদিকে, নিরীহ সাধারণ মুসলিম জনতাকে নির্বিচারে গুলি করার অর্ডার দিল।

যখনই নির্বাচন আসে তখনই এ হাসিনার অভিনয় শুরু হয়ে যায়।এখন নাকি আবার হজ্ব ও করবে।মাত্র কিছুদিন আগেও এ হাসিনা বলেছিল -গজে চড়ে মা দূর্গা এসেছিল বলে ফসল ভাল হয়েছে।যখনই ফাঁদে পড়ে হাসিনা তখনই ইসলামকে আঁকড়ে ধরে থাকার মিথ্যা অভিনয় শুরূ করে।

হাসিনা যে অভিনয়ের জগতে প্রথম তা আমরা একটু পিছনে ফিরে তাকালেই দেখতে পাই-সাভারের রেশমা নাটক।সে একজন প্রচণ্ড মিথ্যাবাদী ও বটে,সংসদে দাঁড়িয়ে শাপলা চত্ত্বরে শাহাদাতবরণ কারীদের সে বলেছিল তাঁরা নাকি লাল রং মেখে শুয়েছিল।শাপলা চত্ত্বরের সেই হৃদয়বিদারক দৃশ্যের ভিডিও ফুটেজ কম বেশি সবাই দেখেছি।কাজেই ,তাঁর অভিনয়ের ফাঁদে আমাদের ধরা দেয়া মোটেই সমীচিন হবে না।

বিষয়: বিবিধ

২০৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File