রাজা, রাজত্ব ও রাজপরিবার ইমাম, ইমামত ও ইমাম পরিবার

লিখেছেন লিখেছেন মুহাম্মদ_২ ১৬ মে, ২০১৫, ০৭:০৬:৪৩ সকাল

রাজ রাজরার রাজত্ব পার্থিব ভোগ বিলাসের । তাই রাজা,রাণী ও রাজপুত্র কন্যা রাজত্বের ভোগ বিলাসের সিংহাসন রক্ষার্থে রাজকীয় শিক্ষা –দীক্ষায় যত্নবান হয় । এটা খুব সহজ ও স্বাভাবিক ।

ইসলামের ইমামত পার্থিব ত্যাগ ও তিতিক্ষার । তাই ইমাম, ইমামের সহধর্মিণী এবং তাদের সন্তানেরা সর্বদা সবদিক থেকে পরীক্ষার কসাঘাতে জীবনের প্রতিটি দিন কাটায় । এ বড়ো কঠিন জীবন ।

নবী রাসূলদের জীবনও কঠিন । তবে তাঁদের আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের ফলে অহী নাযিল, ফেরেশতাদের গমনাগমন ও অলৌকিক ঘটনার ফলে তাঁদের পরিবারে আল্লাহর দ্বীনের শিক্ষা-দীক্ষা ধারন করে রাখা তুলানা মূলক সহজ ।

কিন্তু নবীদের ওয়ারিশ খাঁটি আলেমদের ঘর ও পরিবার দ্বীনের উপর টিকিয়ে রাখা অতীব কঠিন কাজ । কারন তাদের কাজ ‘‘ইমান বিলগায়ব’’এর উপর ভিত্তিকরে প্রত্যক্ষ অহী ও দৃশ্যমান অলৌকিক ঘটনা ছাড়া । দুনইয়াতে ত্যাগ আর ত্যাগই তাদের জীবন । ইহ জগতে প্রাপ্তির কোন নিশ্চয়তা তাদের নেই। পরকালে প্রাপ্তিই তাদের জীবন মরনের পাথেয়। বিশেষ করে আখেরি যামানায় এ আমানাত ধরে রাখতে হিমালয়ের চেয়েও অটল দৃঢ়তার পরীক্ষা অপরিহার্য।

বিষয়: বিবিধ

১২৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320311
১৬ মে ২০১৫ সকাল ০৯:৩৯
সুমন আখন্দ লিখেছেন : ভালো লাগল, পিলাচ
320320
১৬ মে ২০১৫ সকাল ১১:২৭
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : চমৎকার পোস্ট। প্রতিটি কথাই বাস্তব এবং সত্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File