সৃষ্টি হয়ে স্রষ্টারে নিয়ে খেলেছ যেমন খেলা; সাথেসাথেই পেয়ে গেলে তুমি প্রতিদান মেলা মেলা!

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ২৩ মে, ২০১৬, ০৭:১৮:৩৪ সন্ধ্যা



এমন কাজ করব কেন কানে ধরতে হয়

এমন চাটা চাটব কেন পায়ে ধরতে হয়

আসলে কি শিক্ষক তুমি লাজ কি তোমার নাই?

উচিৎ ছিল তোমার হবে মন্ত্রীর উপর ঠাঁই!

তুমি পার কানেই ধর ধরতেই পার পায়;

তোমায় নিয়ে খেলতেই পারে সাধারণ জনতায়!

সৃষ্টি হয়ে স্রষ্টারে নিয়ে খেলেছ যেমন খেলা;

সাথেসাথেই পেয়ে গেলে তুমি প্রতিদান মেলা মেলা!

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369906
২৩ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবাই উনাদের দেবতা যে!!!
369926
২৩ মে ২০১৬ রাত ১০:১৩
আবু জান্নাত লিখেছেন :
জীব জড় সবই তাদের দেবতা। Applause Applause Applause Applause Applause Applause
369942
২৪ মে ২০১৬ সকাল ০৯:০৮
হতভাগা লিখেছেন : হিন্দুদের ৩৩ কোটি দেবতা । ভক্তবাবু আবার দেবতাদের বেশ ভক্তি করেন ।
369960
২৪ মে ২০১৬ দুপুর ১২:০০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : শিক্ষক শ্রী শ্যামল কান্তি বাবুকে ধর্ম বিদ্বেষের জন্য এম পি সেলিম ওসমান সাহেব কান ধরিয়ে ওঠবস করালেও তার শীর নত করাননি। কান ধরে উঠবস করার সময় শ্যামল বাবু পড়ে গেলেও সে সামনের দিকে উপুড় হয়ে নাপড়ে, পেচনের দিকেই পড়েছিলেন। যার কারণে তাঁর পাচা মাটিতে লাগলেও শীর উঁচুই ছিল। কিন্তু জনাব নাসিম সাহেবের পায়ে মাথা ঠুঁকে তিনি শুধু তার শীর নয় সকল কান ধরা জাতির শীর নত করে, বর্তমান শিক্ষা কমিশনের 'শিক্ষকের মর্যাদা'নামক কবিতা সিলেবাস থেকে বাদ দেয়ার উদ্দেশ্যই বাস্তবায়ন করলেন বাবু। নজরুলের ''চির উন্নত মম শীর'' কেও মিথ্যা প্রমান করলেন। রবীন্দ্র নাথের "ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা''এর পরিবর্তে বাবু তার কর্মের মধ্যমেই বুঝিয়ে দিলেন 'ও নেতা তোমার পায়ে ঠেকাই মাথা '।রবীন্দ্র নজরুলের দিন শেষ, শ্যামল বাবুদের বাংলাদেশ। ধর্ম অবমাননায় ক্ষতি নাই, কান ধরলেই লজ্জা পাই।
২১ জুন ২০১৬ বিকাল ০৪:১৬
309478
মাহমুদ নাইস লিখেছেন : আপনি আসল কথাই বলেছেন। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File