বিডিটুডে ব্লগের সম্পাদক মহোদয় বরাবরে একটি মেইল করেছিলাম। কিন্তু এখনো কোন রেস্পন্স পেলাম না।

লিখেছেন লিখেছেন আহমদ মুসা ০৯ আগস্ট, ২০১৪, ০২:৪০:৫৭ দুপুর

ব্লগে লেখালেখি সংক্রান্ত ব্যাপারে আমার একটি ব্যক্তিগত বিষয়ে বিডিটুডে সম্পাদক মহোদয়ের নিকট একট মেইল করেছিলাম। কিন্তু এখনো পর্যন্ত কোন উত্তর পেলাম না।

মাননীয় সম্পাদক মহোদয় অনেক বড় মাপের মানুষ। খুব ব্যস্ততার মধ্যেই সময় অতিবাহিত করেন। এবার আশা করছি তার ব্যস্ততার ফাকে ফুকে আমার মেইলটা একটু চেক করে দেখবেন।

বিষয়: বিবিধ

১৭৬৩ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252547
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫০
শিশির ভেজা ভোর লিখেছেন : মাননীয় সম্পাদক মহোদয় অনেক বড় মাপের মানুষ। খুব ব্যস্ততার মধ্যেই সময় অতিবাহিত করেন। Yawn Yawn
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩১
196647
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মাননীয় সম্পাদক মহোদয়কে মাপজোপ করনের লিগ্যা চায়না থেকে ডিজাইনার নিয়োগ দিওন লাগবো বড় সাইজের পরিমান যন্ত্র তৈরী জন্য।
১০ আগস্ট ২০১৪ দুপুর ১২:০৫
196967
আহমদ মুসা লিখেছেন : ব্যস্ততার ফাকে ফুকে যদি আমাদের মত অধমদের ডাকে একটু সাড়া শব্দ করতেন। তবে খুবই ভাল হতো।
252553
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৩
সুশীল লিখেছেন : শিশির ভেজা ভোর লিখেছেন : মাননীয় সম্পাদক মহোদয় অনেক বড় মাপের মানুষ। খুব ব্যস্ততার মধ্যেই সময় অতিবাহিত করেন।
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৮
196645
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুইও এক্কান চিডি দিছিলুম। মাগার হেতিনির কুনো সাড়া শব্দ নেই।
১০ আগস্ট ২০১৪ দুপুর ১২:০৬
196968
আহমদ মুসা লিখেছেন : আমাদের ডাকে যদি সামান্য উদারতা দেখাতো কতই না উপকৃত হতাম আমরা!!
252559
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুইও এক্কান চিডি দিছিলুম। মাগার হেতিনির কুনো সাড়া শব্দ নেই।
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩১
196658
আহমদ মুসা লিখেছেন : :Thinking
252567
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০১
একপশলা বৃষ্টি লিখেছেন : ব্যাপারডা কি খুবই প্যারাবেড!
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩১
196657
আহমদ মুসা লিখেছেন : কিছুটা তো পারসোনাল বটেই।
১০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০৭
197047
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনিও কি ঐ দলের? চিনা চিনা লাগে!!!
252596
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
শাহ আলম বাদশা লিখেছেন : দ্রুত ও ইমেলের একশন হয়-এমন একটি ব্লগের নাম বন্ধুব্লগ
১০ আগস্ট ২০১৪ দুপুর ১২:০০
196965
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আন্নের দেয়া লিংকে অনেক চেষ্টা করলাম। কেন্তু কোন অবস্থাতেই আইডি খোলা যাচ্ছে না। নামডা দিলো বন্ধুব্লগ। মাগার বন্ধ বানানোর লিগ্যা কুনো সহজ পথ নেই। গ্যাঞ্জাম লাগাই রাখছে।
১০ আগস্ট ২০১৪ দুপুর ১২:০৯
196970
আহমদ মুসা লিখেছেন : দেখি চেষ্টা করে দেখবো, ওখানে কি আইডি তৈরী করা খুব জটিল ব্যাপার?
১০ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৪
197001
শাহ আলম বাদশা লিখেছেন : ভাই সেই ব্লগের সিস্টেমের কাজ চলছিলো বলে এমন হয়েছে। দেখেন এখন খুব সহজেই বন্ধু হতে পারবেন।
১০ আগস্ট ২০১৪ রাত ০৯:১১
197097
শাহ আলম বাদশা লিখেছেন : ভাই, বন্ধুব্লগে আপনার লোগিন সমস্যা নিয়ে কথা বলেছি-দেখুন তাদের জবাব নিচে-

''বাদশা ভাইজান গ্যাঞ্জাম খান দুটি একাউন্ট খুলেছেন তার একটি তো নিবন্ধণ হয়েছে। কেউ নিবন্ধণ করার পর কেউ কেন ইমেইল চেক করে না আমি ভেবে পাই না। আমি নিজে তার ফেসবুক প্রোফাইল সহ দেখে এসেছি। তার নাম ঠিক আছে নাকি.. তার তো একাউন্ট ঠিক আছে। তাকে লগইন করতে বলুন।
252646
০৯ আগস্ট ২০১৪ রাত ০৮:০৭
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রতীক্ষার প্রহর না গুনে আশা ছেড়ে দিলে ভাল হয়। বুঝতে হবে ওরা খুব ব্যস্ত।
১০ আগস্ট ২০১৪ সকাল ০৫:১০
196911
কাহাফ লিখেছেন : আশাই তো বেচে থাকার প্রেরণা......ব্লফার প্রবাশী মজুমদার.........
১০ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৩
196971
আহমদ মুসা লিখেছেন : তাই তো দেখছি, অনেক অপরিচিত, স্বল্প পরিচিত ব্লগ সাইট দেখা যাচ্ছে আউটলুকিং যেমন সুন্দর তেমনি তাদের রেস্পন্সও দ্রুত করছে কতৃপক্ষ। কিন্তু বিডি ব্লগ সাইটে ব্লগারের সংখ্যা বেশী এবং জনপ্রিয় হওয়ার কারণে কর্তৃপক্ষ পাঠক ও ব্লগারদের সমস্যা সমাধানের বিষয়ে আন্তরিক হলে তো সমস্যা নেই। তাদের আন্তরিকতার কারণে ব্লগারদের দরদ বাড়বে অত্র ব্লগ সাইটের প্রতি। আপনাকে ধন্যবাদ গরীবের ব্লগ পাতায় এ যেন প্রজার বাড়ীতে রাজার আগমণ।
252651
০৯ আগস্ট ২০১৪ রাত ০৮:২৬
চিরবিদ্রোহী লিখেছেন : আমি তো ৪টা দিছি, একটা ছিলো আমার লগইন-এ সমস্যা সংক্রান্ত; ২টা বাবা প্রতিযোগীতার পুরস্কার সংক্রান্ত। মাগার মডু মামারা কোন উত্তর দেয় নাই At Wits' End At Wits' End Waiting Waiting
১০ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৯
196974
আহমদ মুসা লিখেছেন : এর আগেও আমি বেশ কয়েকবার কর্তৃপক্ষের কাছে মেইল করেছি। কিন্তু তাদের কোন রেস্পন্স পাওয়া যায় না সময় মত। অবশ্য আমি প্রথমবার যখন মেইল করেছিলাম তখন আমার মেইল পেয়ে সমস্যাটি সমাধানের উদ্যেগ নিয়েছিলেন। আমার আইডি “আহমদ মুসা” প্রথমে ”আহমদমুসা” ছিল। আমি তাদের কাছে মেইল করে মাঝখানে একটি গ্যাপ দেয়ার অনুরোধ করলে তা সংশোধন করে দিয়েছিলেন। ইদানিং তারা খুবই ব্যস্ত হয়ে গেছেন মনে হয়।
252698
০৯ আগস্ট ২০১৪ রাত ১০:১৮
আফরা লিখেছেন : আমি ও একটা মেইল করে ছিলাম সেটার তো সাথে সাথেই জবাব দিয়েছিল ।
১০ আগস্ট ২০১৪ রাত ০৪:৩৪
196908
মাটিরলাঠি লিখেছেন : বলেন কি? যা হোক আপনারতো আর দাড়িগোঁফ নাই আপুমণি। যারা পায় নাই তাদের হয়তো আছে :Thinking
১০ আগস্ট ২০১৪ দুপুর ১২:২০
196975
আহমদ মুসা লিখেছেন : আপনি সৌভাগ্যবান। আপনাকে অভিনন্দন জানাচ্ছি।
১০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১০
197017
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাটিরলাঠি লিখেছেন : বলেন কি? যা হোক আপনারতো আর দাড়িগোঁফ নাই আপুমণি। যারা পায় নাই তাদের হয়তো আছে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
253621
১২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৩
সায়িদ মাহমুদ লিখেছেন : ওই চিডিতে কি লিখছেন আমার জাইনবার মুঞ্চায় ভাইজান।
১২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৬
197562
আহমদ মুসা লিখেছেন : কেন? কারো ব্যক্তিগত বিষয়ে আপনার এতো আগ্রহ কেন?
১০
253635
১২ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩২
সায়িদ মাহমুদ লিখেছেন : এতেইতো মজা ভাইজান।
১২ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৮
197579
আহমদ মুসা লিখেছেন : ঠিক আছে, আপনি মজা খুজার চেষ্টা করেন, আর আমরা বিরিয়ানী খাওয়ার অপেক্ষা আছি।
১১
255797
১৯ আগস্ট ২০১৪ সকাল ০৮:৫২
আওণ রাহ'বার লিখেছেন : মডু মামারা ভাবে আছে।
এখনো কি জবাব দেইনাই?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File