╔ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ╗ ★★ ছাগু শব্দের অপব্যবহার এবং প্রতিরোধ ★★ ╚ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ═ ╝

লিখেছেন লিখেছেন মুহাম্মাদ আব্দুর রকিব ২৬ মে, ২০১৩, ১১:০৫:২৪ রাত

যারা ইসলাম নিয়া ব্লগে লিখালিখি করেন তাদেরকে নাস্তিক সম্প্রদায় বলেন ছাগু। কিন্তু আস্তিকগন অতি ভদ্র হবার কারনে তাদেরকে তেমন কোন নামে ডাকেননা।

আমার এখানে দ্বিমত আছে। কেননা ইসলামে যেমন কুকুর তেমন মুগুর নীতি আছে। আমাদের নীরবতা তারা নিজেদের বিজয় হিসেবে ধরে নেয়।

নাস্তিকদের সাথে আপনি ভাল ব্যবহার করছেন এইটা ঠিক আছে। কিন্তু যে আপনার আত্মমর্যাদায় আঘাত করছে, গোটা মুসলিম সমাজকে হেয় করছে তাকে কেন আপনি ছাড় দিবেন? হোয়াই? ইসলাম নিয়ে কুতসা রটনাকারীকে অবশ্যই ছাড় দিবেননা।

যখন বলা হবে ছাগু তখন বলবেন-ছাগুর হাগু,পিগ (শুকর), নেড়ি কুত্তা ইত্যদি। এর বেশি সীমা অবশ্যই অতিক্রম করবেন না। কেননা আমরা অবশ্যই ভদ্র জাতি ছিলাম, আছি এবং থাকব ইনশা’আল্লাহ। আর অশ্লীল কথা তো নীচ ব্যক্তিদের অলঙ্কার। মুসলিমদের না।

বিষয়: বিবিধ

১০১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File