Good Luck Rose তাবলিগ জামাতের তালিমের কিতাবগুলি পুনঃমুল্যায়ন প্রয়োজন Rose Good Luck

লিখেছেন লিখেছেন ডাঃ হাবিবুর রহমান ২১ নভেম্বর, ২০১৩, ০৪:২৬:২৬ বিকাল



উপরে বর্ণিত ঘটনার মত অনেক কিচ্ছা-কাহিনী বর্ণিত আছে তাবলিগ জামাতের তালিমের কিতাবগুলিতে (ফাজায়েলে আ’মল, ফাজায়েলে ছদাকাত, ফাজায়েলে হজ্জ, ফাজায়েলে দুরুদ) ইত্যাদি কিতাবে। তবে বর্তমানে যে ‘মুন্তাখাব হাদিসের’ তালিম হয় তার প্রায় সব হাদিসই সহি ও হাসান সহি এতে কোন সন্দেহ নাই। এই কিতাবটি বাদে অন্য সব কিতাবেই ভ্রান্ত শিরক-বিদাতী (যঈফ+যাল হাদিস, আজগুবি গল্প, স্বপ্নের গল্প, বুজুর্গদের বুজুর্গির মিথ্যা বানোয়াট গল্প) আকিদায় ভরপুর।

আসুন উপরে বর্ণিত ঘটনার একটি পোষ্টমর্টেম করিঃ ‘হযরত ওমর/ওমায়ের (রাঃ) প্রতিদিন ১,০০০ রাকাত নফল নামাজ ও ১,০০,০০০ বার তাসবিহ আদায় করতেন’

১০০০ রাকাত নামাজ ১ মিনিট করে = ১০০০ মিনিট সময়

১০০০ রাকাত নামাজে ৫০০ টি তাশাহুদের বৈঠকে ১ মিনিট করে = ৫০০ মিনিট সময়

১০০০০০ বার তাসবিহ আদায় করতে ১ সেকেন্ড করে ১০০০০০ সেকেন্ড/৬০ = ১৬৬৬.৬৭ মিনিট সময়

মোট সময় লাগে ( ১০০০+৫০০+১৬৬৬.৬৭) = ৩১৬৬.৬৭ মিনিট সময়

দৈননদিন নামাজের হিসাবঃ

এর বাইরে প্রতিদিন আছে ১৭ রাকাত ফরজ নামাজ ১ মিনিট করে = ১৭ মিনিট সময়

১৭ রাকাত নামাজে ৯ টি তাশাহুদের বৈঠকে ১ মিনিট করে = ৯ মিনিট সময়

এর বাইরে প্রতিদিন আছে ৩ রাকাত ওয়াজিব নামাজ ১ মিনিট করে = ৩ মিনিট সময়

৩ রাকাত নামাজে ২ টি তাশাহুদের বৈঠকে ১ মিনিট করে = ২ মিনিট সময়

এর বাইরে প্রতিদিন আছে কমপক্ষে ১২ রাকাত সুন্নত নামাজ ১ মিনিট করে = ১২ মিনিট সময়

১২ রাকাত নামাজে ৬ টি তাশাহুদের বৈঠকে ১ মিনিট করে = ৬ মিনিট সময়

এর বাইরে প্রতিদিন আছে ৮ রাকাত তাহাজ্জুদ নামাজ ১ মিনিট করে = ৮ মিনিট সময়

৮ রাকাত নামাজে ৪ টি তাশাহুদের বৈঠকে ১ মিনিট করে = ৪ মিনিট সময়

মোট সময় লাগে (১৭+৯+৩+২+১২+৬+ ৮+৪) = ৬১ মিনিট সময়

এর বাইরে প্রতিদিন আছে অজু-গোছল, পায়খানা-প্রস্রাব, খাওয়া-ঘুম, বিবির হক ইত্যাদিতে যদি কম করেও ৩ ঘন্টা = ১৮০ মিনিট ধরেন।

তাহলে প্রতিদিন মোট সময় প্রয়োজন (৩১৬৬.৬৭+৬১+১৮০) = ৩,৪০৭.৬৭ মিনিট = ৫৬ ঘন্টা ৪৭ মিনিট।

আমরা জানি ১ দিন = ১৪৪৬ মিনিট = ২৪ ঘন্টা ৬ মিনিট।

তাও যদি হয় সেটা হযরত ওমর/ওমায়ের (রাঃ) এর খেলাফত পাবার আগের ঘটনা। আর এটি যদি হয় খেলাফত পাবার পরের ঘটনা তাহলেতো সময় আরো বেশী প্রয়োজন, কারণ তাকে রাষ্ট্রের শাষন কার্যে সময় ব্যয় করতে হবে।

[তাই একবার সরল-সহজ নিরপেক্ষ মন নিয়ে ভেবে দেখুন এই কিতাবগুলি পুনঃমুল্যায়ন প্রয়োজন কিনা ?]

Good Luck Rose Rose Good Luck



বিষয়: বিবিধ

৩২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File