নজরুল সমাচার

লিখেছেন লিখেছেন চক্রবাক ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৪৫:২৯ রাত



পাপ ও নজরুল Day Dreaming

নজরুল তুমি করিয়াছ ভুল, দাড়ি না রাখিয়া রাখিয়ছ লম্বা চুল


উক্তিটি শোনেনি এমন মহাশয় বোধয় কমই আছেন। কিন্তু আমি তার চুল ধরে টানাটানি করতে চাই না এতে সভ্যসমাজ উকুনে ভাসবে Winking তবে ইথিক্স বলতে একটা ইজম যেহেতু দাড়িয়ে আছে সেহেতু আমার মত খুতখুতে স্বভাবের লোকের সামনে পড়ে তার হাড় নিয়ে দাড়িয়ে থাকার জো আছে বলে আমার মনে হয় না Thinking গঙ্গাস্নানে গেলে পরিশুদ্ধতা আসবে কিনা তা বলা দ্বায়।

ভূমিকা শেষ করি ইদানিং পাঠক সমাজের বিরক্তির অন্ত নেই তার উপর ঘা বসাতে চাই না।

আজ নজরুলের সাম্যবাদী পাঠ করছিলাম পুরো কাব্যগ্রন্থটাই সিনামিন কোম্পানির সুবিধার্থে লিখা। যাদের ধর্মের প্রতি বিন্দুমাত্র আবেগ আছে তাদের বোধয় ১ পাতা সিনামিনে সারবে না পুরো ১বক্স লাগবে। যাই হোক যারা এতদিন নজরুল প্রীতিতে যারা হাবুডুবু খাচ্ছিলেন তাদের জন্যই আমার লেখার প্রয়াস Happy নজরুলকে ইসলামিক কবি ভেবে যাদের নিজের অজান্তেই নিজের রন্দ্রে গর্ব অনুভূত হয়েছিল তাদের কপালে দুঃখ আছে। আপনাদের পড়ার সুবিধার্থে নিন্মে একখানা কবিতা উৎসর্গ করিলাম যাহার নাম পাপ এই কবিতার রাজ্যে হাবুডুবু খেলেও পাপ হয়ার সম্ভাবনা আছে পড়ার আগে ভেবে দেখবেন.।। এই পোস্ট টাকে দর্শকদের জন্য উৎসর্গ করলাম পড়ার পর আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট পর্যালোচনাতেই পরবর্তী পোস্ট রচিত হবে। সাথে আমার গ্যাঁজগ্যাঁজানি তো ফ্রি Winking

পাপ

সাম্যের গান গাই!-

যত পাপী তাপী সব মোর বোন, সব হয় মোর ভাই।

এ পাপ-মুলুকে পাপ করেনি করেনিক’ কে আছে পুরুষ-নারী?

আমরা ত ছার; পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারী!

তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল,

দেবতার পাপ-পথ দিয়া পশে স্বর্গে অসুর দল!

আদম হইতে শুরু ক’রে এই নজরুল তক্‌ সবে

কম-বেশী ক’রে পাপের ছুরিতে পুণ্য করেছে জবেহ্‌ !

বিশ্ব পাপস্থান

অর্ধেক এর ভগবান, আর অর্ধেক শয়তান্‌!


থর্মান্ধরা শোনো,

অন্যের পাপ গনিবার আগে নিজেদের পাপ গোনো!

পাপের পঙ্কে পুণ্য-পদ্ম, ফুলে ফুলে হেথা পাপ!

সুন্দর এই ধরা-ভরা শুধু বঞ্চনা অভিশাপ।

এদের এড়াতে না পারিয়া যত অবতার আদি কেহ

পুণ্যে দিলেন আত্মা ও প্রাণ, পাপেরে দিলেন দেহ।

বন্ধু, কহিনি মিছে,

ব্রহ্মা বিষ্ণু শিব হ’তে ধ’রে ক্রমে নেমে এস নীচে-

মানুষের কথা ছেড়ে দাও, যত ধ্যানী মুনি ঋষি যোগী

আত্মা তাঁদের ত্যাগী তপস্বী, দেহ তাঁহাদের ভোগী!

এ-দুনিয়া পাপশালা,

ধর্ম-গাধার পৃষ্ঠে এখানে শূণ্য-ছালা!


হেথা সবে সম পাপী,

আপন পাপের বাট্‌খারা দিয়ে অন্যের পাপ মাপি!

জবাবদিহির কেন এত ঘটা যদি দেবতাই হও,

টুপি প’রে টিকি রেখে সদা বল যেন তুমি পাপী নও।

পাপী নও যদি কেন এ ভড়ং, ট্রেডমার্কার ধুম?

পুলিশী পোশাক পরিয়া হ’য়েছ পাপের আসামী গুম।


বন্ধু, একটা মজার গল্প শোনো,

একদা অপাপ ফেরেশতা সব স্বর্গ-সভায় কোনো

এই আলোচনা করিতে আছিল বিধির নিয়মে দুষি,’

দিন রাত নাই এত পূজা করি, এত ক’রে তাঁরে তুষি,

তবু তিনি যেন খুশি নন্‌-তাঁর যত স্নেহ দয়া ঝরে

পাপ-আসক্ত কাদা ও মাটির মানুষ জাতির’ পরে!

শুনিলেন সব অন্তর্যামী, হাসিয়া সবারে ক’ন,-

মলিন ধুলার সন-ান ওরা বড় দুর্বল মন,

ফুলে ফুলে সেথা ভুলের বেদনা-নয়নে , অধরে শাপ,

চন্দনে সেথা কামনার জ্বালা, চাঁদে চুম্বন-তাপ!

সেথা কামিনীর নয়নে কাজল, শ্রেনীতে চন্দ্রহার,

চরণে লাক্ষা, ঠোটে তাম্বুল, দেখে ম’রে আছে মার!

প্রহরী সেখানে চোখা চোখ নিয়ে সুন্দর শয়তান,

বুকে বুকে সেথা বাঁকা ফুল-ধনু, চোখে চোখে ফুল-বাণ।

দেবদুত সব বলে, ‘প্রভু, মোরা দেখিব কেমন ধরা,

কেমনে সেখানে ফুল ফোটে যার শিয়রে মৃত্যু-জরা!’

কহিলেন বিভু-‘তোমাদের মাঝে শ্রেষ্ঠ যে দুইজন

যাক্‌ পৃথিবীতে, দেখুক কি ঘোর ধরণীর প্রলোভন!’

‘হারুত’ ‘মারুত’ ফেরেশতাদের গৌরব রবি-শশী

ধরার ধুলার অংশী হইল মানবের গৃহে পশি’।


কায়ায় কায়ায় মায়া বুলে হেথা ছায়ায় ছায়ায় ফাঁদ,

কমল-দীঘিতে সাতশ’ হয়েছে এই আকাশের চাঁদ!

শব্দ গন্ধ বর্ণ হেথায় পেতেছে অরূপ-ফাঁসী,

ঘাটে ঘাটে হেথা ঘট-ভরা হাসি, মাঠে মাঠে কাঁদে বাঁশী!

দুদিনে আতশী ফেরেশতা প্রাণ- ভিজিল মাটির রসে,

শফরী-চোখের চটুল চাতুরী বুকে দাগ কেটে বসে।

ঘাঘরী ঝলকি’ গাগরী ছলকি’ নাগরী ‘জোহরা’ যায়-

স্বর্গের দূত মজিল সে-রূপে, বিকাইল রাঙা পা’য়!

অধর-আনার-রসে ডুবে গেল দোজখের নার-ভীতি,

মাটির সোরাহী মস-ানা হ’ল আঙ্গুরী খুনে তিতি’!

কোথা ভেসে গেল-সংযম-বাঁধ, বারণের বেড়া টুটে,

প্রাণ ভ’রে পিয়ে মাটির মদিরা ওষ্ঠ-পুষ্প-পুটে।


বেহেশ্‌তে সব ফেরেশ্‌তাদের বিধাতা কহেন হাসি’-

‘ হার”ত মার”তে কি ক’রেছে দেখ ধরণী সর্বনাশী!’

নয়না এখানে যাদু জানে সখা এক আঁখি-ইশারায়

লক্ষ যুগের মহা-তপস্যা কোথায় উবিয়া যায়।

সুন্দরী বসুমতী

চিরযৌবনা, দেবতা ইহার শিব নয়-কাম রতি


এই কবিতা পড়ে নজরুলকে কি ধরণের লেখক ভাবতে আপনার ভাল লাগছে জানাবেন কিন্তু ;Winking

সাম্যবাদীর কাব্যগুলো পড়তে ক্লিক করুন সাম্যবাদী

বিষয়: বিবিধ

১৮৫৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265174
১৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫২
এবেলা ওবেলা লিখেছেন : মাইনাস আপনাকে------
১৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫৪
208867
চক্রবাক লিখেছেন : সমস্যা নাই ম্যানেজ করে নেব Winking
১৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:১৫
208915
চক্রবাক লিখেছেন : আপনার মাইনাসের কারণটা কি জানতে পারি ? Winking
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৪
209214
এবেলা ওবেলা লিখেছেন : এই যে সমাজ কে আংঙ্ল দিয়ে দেখাইতে ছাইছেন তাই--- এত ভাল কাজ করার জন্য ----
১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:০৩
209346
চক্রবাক লিখেছেন : তাইলে আপনেরেও মাইনাস Winking
265201
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২০
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:১৪
208914
চক্রবাক লিখেছেন : নজরুলের এই কবিতাটাও আপনার ভাল লেগেছে ??? Surprised Surprised
265282
১৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩৯
কাহাফ লিখেছেন : নজরুল কে আসলে রবির বিপরীতে ধরে মিথ্যে শান্তনার প্রয়াস মনে হয় আমার কাছে। খুব ছোট একজন মানুষ আমি-নজরুলের বিষয়ে বলা যদিও মানায় না আমাকে, তবুও কিছু কবিতা ভয়ংকর ইসলাম বিদ্বষী ঠেকে।
শেষ ভালো যার-সব ভালো তার এই নিয়মে নজরুলের ব্যাপারে সুধারণা পোষণ করাই শ্রেয়।
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৬
209068
চক্রবাক লিখেছেন : আসলে নজরুল এবং রবি দুজনের'ই অবদান বাংলা সাহিত্যে অনস্বীকার্য। যেমনটি গ্রিক সাহিত্যে হোমার, ভারজিল, দান্তে, হেক্টর, সফোক্লিস। যদিও তারা এদের সমতুল্য নয় তার পরও বাংলা সাহিত্যাঙ্গনে তাদের পদাচারনা সত্যি এক বিপ্লব। আমি নজরুল এবং রবিকে মুখোমুখি দেখতে চাই না বরং পাশাপাশি দেখতেই বেশি পছন্দ করি। সহিত্যের এই বিশাল অঙ্গনে দুজন দু'রাজ্যের সম্রাট। তবে নজরুলকে ইসলামিক কবি মানতে আমি নারাজ Happy
265293
১৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নজরুল সম্পর্কে আপনার বিবেচনা একেবারেই ভুল।
আপনি তার সময় এবং তার সমাজ কে বিবেচনা না করেই ফতোওয়া দিয়ে দেওয়ার মত করছেন। কবি হিসেবে নজরুল সময়কে উপস্থাপন করেছেন। এতে ভুলের কিছুই তো দেখছিনা।নজরুল জিবিত থাকতেই তার বিরুদ্ধে কাফের ফতোওয়া দেয়া হয়েছিল। এখনও অনেকে খন্ডিত নজরুল কে তাই ভাবছেন।
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২০
209079
চক্রবাক লিখেছেন : আপনি বোধয় আমার পুরোপুরি লেখাটা পড়েননি, নতুবা এড়িয়ে গিয়ে দোষারোপ করছেন। আমি নজরুল বিষয়ে পাঠকের মন্তব্য জানতে চেয়েছি। আর একটা কবিতা উল্লেখ করে তার সমালোচনা করেছি মাত্র। এবং নজরুল যে ইসলামিক কবি ছিলেন না তার সরূপ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নিঃসন্দেহে নজরুল সত্যান্বেষী ছিল এটা তার মহৎ গুন কিন্তু সময়ের পরিক্রমায় তার আইডিওলজির পরিবর্তনে যে সঙ্কীর্ণতা ছিল না তা স্বীকার করতেই হবে। আমি ব্যক্তিগত ভাবে তার ভক্ত এবং বেশ কয়েকটি গ্রন্থও পড়েছি। তার মধ্যে চক্রবাক, সাম্যবাদী, অগ্নিবীণা, বিষেরবাঁশি, সঞ্চিতা, প্রলয়োল্লাস কাব্য। কুহেলিকা, বাঁধনহারা উপন্যাসগুলোর মধ্যে এমন কিছু কবিতা/বানী আছে যেগুলো মুসলিম সেন্টিমেন্টে আঘাত হানে। তো আমি কিভাবে তাকে ইলামিক জাগরনের কবি বলি ? বরং নজরুল ছিলেন পাক্কা মার্ক্সবাদী, এবং সবিয়েতপন্থি সমাজত্রান্ত্রিক। যেটা তার ব্যক্তিগত জীবন ঘাঁটলেই জানার কথা।Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File