Good Luck জীবন হতে নেওয়া.................. Good Luck পর্ব - ১

লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ৩০ মে, ২০১৫, ১২:৩৫:১০ রাত

রশিদ সাহেব তার চার ভাই সহ তার চাচাতো ভাইরা সবাই রাজশাহীর হেতম খা ই থাকে। সবারই নিজস্ব বাড়ী। রশিদ সাহেবের চার সন্তান। দুই ছেলে ডাবলু,শহীদ আর দুমেয়ে বাবলি আর তৃষ্ণা। ডাবলুর পর দুই মেয়ে তারপর শহীদ।

রশিদ সাহেব একটা ছোট খাট চাকুরী করেন। ছেলে মেয়েদের শিক্ষিত করার জন্য ভর্তি করে দিয়েছেন স্কুলে।আবার নিজে সন্তানদের যত্ন নিতে পারেন না বলে রেখেছেন টিচার।

টিচার বলতে রশিদ সাহেবের বাসায় কিছু যুবক ছেলে লজিং থাকতো। ছেলেগুলো চরিত্রবান।পাঁচ ওয়াক্ত নামায পড়ে। আর যখন রাস্তা দিয়ে যেত তখন সবসময় মাথা নিচু করে যেত। পরে তিনি জানতে পারেন ছেলেগুলো শিবির করে।

ছেলে গুলো শুধু রশিদ সাহেবের বাড়িতেই লজিং থাকে না, থাকেন তাঁর বড় ভাইদের বাসায়ও।

প্রথম যখন তারা জানতে পারেন ছেলেগুলো শিবির করে তখন তার মেজ ভাই লতিফ কিছুটা আপত্তি করলেও রশিদ সাহেরের আশ্বাসে কিছু করেন নি।

লতিফঃ না, না রশিদ। ওরা শিবির করে।ওদেরকে আমাদের বাসায় রাখা যাবে না। তা ছাড়া আমি আওয়ামী লীগের একজন সক্রিয় সাপোর্টার।আমি কি করে ওদেরকে আমার বাসায় রাখি।

রশিদঃ ভাই দেখুন, ছেলে গুলো অনেক ভাল। ওরা চরিত্রবান।রাস্তা দিয়ে যখন ওরা হেঁটে যায় তখন ওরা আমাদের মেয়েদের দিকে কখনও তাকাও না।আবার বাড়ির কোন প্রয়োজনে ওদের সাহায্য চাইলেও ওরা হাসিমুখে এগিয়ে আসে।আমরা কি শুধু ওদের শিবির বলে বাড়ি হতে বের করে দিব!

লতিফঃ কিন্তু......

রশিদঃ কোন কিন্তু না ভাইজান। আপনি ওদের নিয়ে আর কোন আপত্তি করেন না। ওদের বাড়ির খবর তো জানেন।কেউই উচ্চবত্ত পরিবার হতে আসে নি। যদি আমরা ওদের পাশে যদি না দাড়ায় তবে কারা দাঁড়াবে? আপনি কি তাদেরকে বের করে দিতে চাচ্ছেন,যারা ইসলামকে ভালবাসেছে?

রশিদ সাহেবের এই যুক্তির কাছে লতিফ সাহেব হার মেনে ছিলেন। এ ঘটনার পর তাঁদের বাড়িতে শিবিরের ছেলেদের আনাগোনা আরও বাড়তে লাগলো আর শিবিরের ছেলেদের চরিত্র দেখে তারা মনমুগ্ধ হতে লাগলেন।

( চলবে )

বিষয়: বিবিধ

১৪৬২ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

323382
৩০ মে ২০১৫ রাত ০২:২৬
শেখের পোলা লিখেছেন : চলতেই হবে নইলে পরে কি হল বুঝব কি করে৷
৩০ মে ২০১৫ রাত ০২:৩৭
264771
এ,এস,ওসমান লিখেছেন : ইংশাল্লাহ চালাবো। কিন্তু জানতে চায়লেন না, এটা কার জীবন হতে নিয়েছি।
323393
৩০ মে ২০১৫ সকাল ০৭:৪৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : চলতে থাকুক....... আরও পড়ার পর বুঝা যাবে ঘটনা কোনদিকে যাচ্ছে।
৩০ মে ২০১৫ দুপুর ১২:১১
264845
এ,এস,ওসমান লিখেছেন : ইংশাল্লাহ চালাবো। কিন্তু জানতে চায়লেন না, এটা কার জীবন হতে নিয়েছি।
323397
৩০ মে ২০১৫ সকাল ০৮:০২
ছালসাবিল লিখেছেন : পড়লাম Day Dreaming
৩০ মে ২০১৫ দুপুর ১২:১২
264846
এ,এস,ওসমান লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
৩০ মে ২০১৫ দুপুর ১২:১৩
264848
এ,এস,ওসমান লিখেছেন : কিন্তু জানতে চায়লেন না, এটা কার জীবন হতে নিয়েছি।
৩০ মে ২০১৫ দুপুর ০১:৫৮
264864
ছালসাবিল লিখেছেন : কার?
৩০ মে ২০১৫ দুপুর ০৩:৪৮
264879
এ,এস,ওসমান লিখেছেন : অপেক্ষায় থাকুন Rolling on the Floor Rolling on the Floor
৩০ মে ২০১৫ বিকাল ০৫:০৭
264884
ছালসাবিল লিখেছেন : Frustrated
323404
৩০ মে ২০১৫ সকাল ১০:২৯
nirvik sottobadi লিখেছেন : . ভালো লাগলো
৩০ মে ২০১৫ দুপুর ১২:১৩
264847
এ,এস,ওসমান লিখেছেন : আপনাকে ধন্যবাদ। কিন্তু জানতে চায়লেন না, এটা কার জীবন হতে নিয়েছি।
323406
৩০ মে ২০১৫ সকাল ১০:৪১
হতভাগা লিখেছেন : বাবলি আর তৃষ্ণা - তোমরা রেডি হও , আগামী পর্বেই যুবকগুলোর কারও সাথে তোমাদের লিংক আপ করা হবে ।
৩০ মে ২০১৫ দুপুর ১২:১৫
264854
এ,এস,ওসমান লিখেছেন : ঘটনাটা জীবন হতে নেওয়া। অপেক্ষায় থাকুন কার সাথে কার লিংক হয়।
323424
৩০ মে ২০১৫ দুপুর ১২:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : থামলে কমেন্ট করব
৩০ মে ২০১৫ দুপুর ১২:৫৮
264857
এ,এস,ওসমান লিখেছেন : তাহলে অপেক্ষায় থাকুন বেশ কিছু দিন।
323438
৩০ মে ২০১৫ দুপুর ০২:০৫
আফরা লিখেছেন : ধারাবাহিক যদিও ভাল লাগে না তবু সাথে থাকব । ইনশা আল্লাহ ।
৩০ মে ২০১৫ দুপুর ০৩:৪৬
264878
এ,এস,ওসমান লিখেছেন : এক বারে দিলে হয় তো আপনাদের ভাল নাও লাগতে পারে তাই ধারাবাহিক করছি। সঙ্গে থাকেন।
একটা সত্য ইতিহাস বলার চেষ্টায় আছি।
323469
৩০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমরা কি শুধু ওদের শিবির বলে বাড়ি হতে বের করে দিব!

“যতই চরিত্রবান হোক। শুধু বাড়ি থেকে নয়, প্রয়োজনে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দেব? এতেও যদি কাজ না হয় তাহলে দেশ থেকে বের করে দেব?” এই হল অবস্থা..!!
গাপতে বিশ্বাস করা যায়, কিন্তু ----বিশ্বাস করা যায় না?
দেখি ঘটনার মোড় কোন্ দিকে যায়?

৩০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
264899
এ,এস,ওসমান লিখেছেন : তাহলে অপেক্ষায় থাকেন।
323921
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভালো লাগলো অনেক ধন্যবাদ!
০১ জুন ২০১৫ রাত ০৮:০৯
265396
এ,এস,ওসমান লিখেছেন : আপু আপনাকে ধন্যবাদ
০১ জুন ২০১৫ রাত ০৮:১০
265397
এ,এস,ওসমান লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম
১০
323942
০১ জুন ২০১৫ রাত ০৯:৪০
মোহাম্মদ লোকমান লিখেছেন : দেখি কি হতে যাচ্ছে-
০১ জুন ২০১৫ রাত ০৯:৪৬
265445
এ,এস,ওসমান লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের দুপর্বে এটা শেষ করে দিয়েছি। পড়তে পারেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File