আসুন সরকার বিরোধী আন্দোলনে আমরা একটু এক্টিভ হই

লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ০৫ মে, ২০১৩, ১২:১৬:০৭ রাত

আজ বিরোধী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তা থেকে তার সাহসীকতার পরিচয় পাওয়া যায়.তিনি আজ সরকারের বিগত সাড়ে চার বছরের সকল কুকৃর্তি তুলে ধরেছেন.কিন্তু তিনি তার মুখের কথায় মঞ্চ যত গরম রেখেছেন তার অপেক্ষাকৃত তিনি বা তার দল মাঠ গরম রাখতে পারে নি. সরকারের কাজপদ্ধতিকে তার দল মুখেই শুধুমাত্র তীব্র নিন্দা জানিয়েছেন কিন্তু মাঠে ঠিকমতো নামে নি.এই সরকারের প্রথম দিকে যদিও তারায় প্রথমে কিছুটা আন্দোলন করে (যা সরকার পতনের জন্য যথেষ্ট ছিল না)কিন্তু পরে তারা নিষ্প্রাণ হয়ে যায়.এরপর তাদের সরলীকৃত দল জামায়াত ইসলামী এক চেটিয়া আন্দোলন করলে সরকার নড়ে উঠে এবং জামায়াত ইসলাম এর বহু নেতা কর্মীদের গ্রেফতার করে এবং জামায়াতকে নিষিদ্ধ করার বিভিন্ন অপচেষ্টা চালায়.যদি তখনই জামায়াতের সাথে অন্যান্য দলগুলো মাঠে থাকতো তবে এই সরকার এতদিন শাসন কার্জে থাকতে পারতো না.আর নাস্তিকেরাও ইসলাম অবমাননা করার সাহস পেত না.সেহেতু হেফাজতে ইসলাম ঢাকা অবরোধ এ ডাক দিয়েছে সেহেতু হেফাজতের সাথে অন্যান্য দলেরও যোগ দেওয়া উচিত.আর জামায়াত যেহেতু এখনও এক্টিভ আছে তাই বি,এন,পি সহ অন্যান্য দলের সরকার পতনের আন্দোলনে এক্টিভ হতে হবে.তবেই এই জালিম সরকারের পতন সম্ভব. তা না হলে সম্ভব নয়.

বিষয়: রাজনীতি

১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File