নব বর্ষের চেতনার কি এতই তেজ ????

লিখেছেন লিখেছেন মুক্তির মিছিল ১৭ এপ্রিল, ২০১৫, ১২:০০:১৯ রাত

পহেলা বৈশাখের তথা নব বর্ষের দিন সকাল থেকেই সরকারী মিডিয়ার সাথে পাল্লা দিয়ে দালাল বেসরকারী মিডিয়া সমূহ সমানে চেতনার বুলি আওড়িয়ে যাচ্ছিল। সেই চেতনার বুলিতে চেইত্তা সোনার ছেলেরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সমূহে (ঢাবি, জাবি ও জবিতে) প্রকাশ্যে নারীদের বস্ত্রহরণ ও অগণিত নারীর শ্লীলতাহানি এবং যৌন হয়রানির মত ঘটনা ঘটিয়েছে। হয়ত কিছুদিন পর মানুষ তা ভুলেও যাবে......।

পহেলা বৈশাখের অসাম্প্রদায়িক চেতনা এতই প্রভাব ফেলেছে যে আজকে এক গ্রুপ চেতনা ধারীরা অন্য গ্রুপের চেতনাধারীদের পুরো হল থেকেই তাড়িয়ে দিল সাথে দুই নেতাকে চেতনার বলি দিল। বাকী তিনজন এখনও বলি হওয়ার অপেক্ষায় আছে।

আজ রবি ঠাকুর বেচেঁ থাকলে নিশ্চই ঐ গান টি নতুন করে গাইতেন....

আহা! কি চেতনা আজ হলে হলে..........

বিষয়: বিবিধ

১২৫৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315359
১৭ এপ্রিল ২০১৫ রাত ১২:০৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চেতনার পরিচয় দিতে নাপারলে আমরা কিন্তু পিছিয়ে পড়বো!!! এই চেতনার ধারাবাহিকতায় এগিয়ে চলুক চেতনা ব্যবসা....!

আপনি না যেতে চাইলে ভিন্ন ব্যপার!
১৭ এপ্রিল ২০১৫ রাত ১২:১৬
256425
মুক্তির মিছিল লিখেছেন : চেতনার ব্যবসায়ীদের ফাঁদে আমরা সবাই।
না যেতে চাইলেও উপায় নাই, জোড় করে হলেও আপনাকে আমাকেও টেনে নিয়ে যাবে.....!
১৭ এপ্রিল ২০১৫ রাত ০১:০৮
256432
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমি বিদ্রোহ ঘোষণা করছি।
১৭ এপ্রিল ২০১৫ রাত ০১:১৫
256435
মুক্তির মিছিল লিখেছেন : বিদ্রোহীদের স্থান জেল অথবা গুম (চিরতরে নিখোঁজ)!
315375
১৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৩৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চেতনা যত দিন থাকবে দন্ডায়মান তত দিন দেশে চলবে নারীর অপমান
১৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৮
256443
মুক্তির মিছিল লিখেছেন : শেষ পর্যন্ত চেতনা গিয়ে ঠেকল নারীর অপমানে!
১৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৫১
256445
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এটাই যে ওদের মূল চেতনা ,,দেশকে রক্ষা করতে হবে এই চেতনাদের হাত থেকে
১৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৮
256448
মুক্তির মিছিল লিখেছেন : ওদের চেতনাকে আরেকটু চেইত্তে দেন.....
চেতনার জ্বালায় নিজেরাই যখন জ্বলতে থাকবে, বাংলার মানুষেরা ওদের ভস্ম বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে!
315409
১৭ এপ্রিল ২০১৫ রাত ০৪:৩৩
পললব লিখেছেন : যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়......এবারের সংগ্রাম......চেতনার সংগ্রাম........সংস্কৃতির সংগ্রাম......এবারের সংগ্রা্ম..............বস্ত্র হ............সংগ্রাম...........জয়তুলীগ!
১৭ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫২
256503
মুক্তির মিছিল লিখেছেন : চেতনা ব্যবসায়ীদের কাছে আপানার মহা মুল্যবান উক্তিগুলো ভাল লাগবে!
315431
১৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বস্ত্রহরন টাই যে চেতনা!
১৭ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫৩
256505
মুক্তির মিছিল লিখেছেন : সেটা আমার দেশের কয়টা লোক বোঝে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File