সকল মোবাইল অপারেটরের কিছু গুরুত্বপূর্ণ USSD কোড

লিখেছেন লিখেছেন ইব্রাহীম খলিল ০১ এপ্রিল, ২০১৭, ০৯:৫৩:৪৪ সকাল



আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন। আমি ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মোবাইল অপারেটরের USSD কোড। সকল মোবাইল অপারেটরের USSD কোড একসাথে মনে রাখা আমাদের পক্ষে সম্ভব না।

ভুলে যাওয়া মোবাইল নাম্বারঃ

গ্রামীণফোনঃ *2#

রবিঃ *140*2*4#

বাংলালিঙ্কঃ *511#

টেলিটকঃ *551#

এয়ারটেলঃ *121*6*3#



ইমারজেন্সী ব্যালেন্স কোডঃ

গ্রামীণফোনঃ *1010*1#

রবিঃ *8811*1#

বাংলালিঙ্কঃ *874#

টেলিটকঃ *1122#

এয়ারটেলঃ *141*10#

ইন্টারনেট ব্যালেন্স কোডঃ

গ্রামীণফোনঃ *566*10#, *566*13#, *567#

রবিঃ *8444*88#, *222*81#

বাংলালিঙ্কঃ*124*5#, *222*3#

টেলিটকঃ *152#

এয়ারটেলঃ *778*39#, *778*4#



মোবাইল ব্যালেন্স কোডঃ

গ্রামীণফোনঃ *566#

রবিঃ *222#

বাংলালিঙ্কঃ *124#

টেলিটকঃ *152#

এয়ারটেলঃ *778#



প্যাকেজ চেক কোডঃ

গ্রামীণফোনঃ *111*7*2#

রবিঃ *140*14#

বাংলালিঙ্কঃ *125#

টেলিটকঃ unknown

এয়ারটেলঃ *121*8#



চেক অফার কোডঃ

গ্রামীণফোনঃ *444*1*2#

রবিঃ *999#

বাংলালিঙ্কঃ *7323#

টেলিটকঃ unknown

এয়ারটেলঃ *222*1#

কাস্টমার কেয়ার নাম্বারঃ

গ্রামীণফোনঃ 121, 01711594594

রবিঃ 123, 88 01819 400400

বাংলালিঙ্কঃ 121

টেলিটকঃ 121, 01500121121-9

এয়ারটেলঃ 786, 016 78600786

ভাল লাগলে শেয়ার করুন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।

ভাল লাগলে ঘুরে আসতে পারেন আমার সাইট থেকে।

বিষয়: বিবিধ

১৫৬৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382496
০১ এপ্রিল ২০১৭ বিকাল ০৫:০২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
382504
০১ এপ্রিল ২০১৭ রাত ০৯:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File