"দিনলিপি"

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০১ এপ্রিল, ২০১৭, ০১:৪২:৫৯ দুপুর

জীবনের এক একটি পর্যায়গুলো যেন তাসবীহ দানার মতো সারি সারি মুক্তায় গাঁথা। একটি সমস্যার পর আরেকটি সমস্যা অটোমেটিকলি আসতেই থাকে। না চাইলেও তার আগমন নিঃশব্দেই হয়ে যায়। মু'মিন-মু'মিনাহ্ গণ সেই সমস্যাকে ধৈর্য আর শুকরিয়ার সাথে মোকাবেলা করে। আর বাকিরা তা নিয়ে হা-হুতাশ করে। হে আল্লাহ্ জীবনের এই পর্যায়গুলোতে তোমার প্রিয়বান্দা-বান্দিদের কাতারে রেখো। আমাদেরকে কখনোই অধৈর্যের বা হা-হুতাশিদের মতো করোনা। আমাদেরকে সব সময় শাকেরাহ্ সাবেরাহ্ দের সাথে শামিল রেখ। আমিন।

বিষয়: বিবিধ

১২২৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382497
০১ এপ্রিল ২০১৭ বিকাল ০৫:৪৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমীন। ইয়া রব!
১২ এপ্রিল ২০১৭ দুপুর ১২:২৪
316167
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ছুম্মা আমিন।
382517
০২ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৭:০৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ছুম্মা আমিন।
জাজাকাল্লাহ
১২ এপ্রিল ২০১৭ দুপুর ১২:২৪
316168
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আমিন। শুকরান।
382552
০৫ এপ্রিল ২০১৭ রাত ০৯:১৮
নিমু মাহবুব লিখেছেন : আমাদেরকে সব সময়
শাকেরাহ্ সাবেরাহ্ দের সাথে শামিল রেখ।
আমিন।

১২ এপ্রিল ২০১৭ দুপুর ১২:২৪
316169
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ছুম্মা আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File