ঘুমপাড়ানি গান

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ০২ ফেব্রুয়ারি, ২০১৬, ১০:৩০:১৮ রাত

ফেসবুক টাইমলাইন জুড়ে নতুন পিচ্চিদের ছবি ! আর একপাশে তাদের বাবা-মা সলজ্জ হাসিতে জানাচ্ছেন, তারা নতুন অতিথি পেয়েছেন। আলহামদুলিল্লাহ আমরাও মামা-চাচ্চু হয়ে গেলাম। সেই নতুন বাবা-মাদের জন্য কিছু পুরনো ঘুম পাড়ানি /কান্না থামানোর ছড়া -

১/

তাই তাই তাই

মামুগো বাড়ী যাই,

মামুর আতে মুয়াডা

কাইড়্যা বাইড়্যা খাই।

মামী আইলো নাটি নিয়া,

পলাই পলাই।

২/

উলি লুলিরে

কাল ভাদরের ছাও

পাইল্লা লইল্লা ডাঙ্গর করলাম

ফড়িং ধইরা খাও।

ওলী ওলী মামুদালী

ঊদুড়ালীর ছাও,

মায়ে গেছে গাঙে

শুয়্যা ঘুম যাও।

আইচ্যা ভইরা খুদ দিমু

নাইচ্যা নাইচ্যা খাও।

৩/

মাগো মা নাহামু কনে?

দজাওলা বাড়ির ঘাটে,

চুল হুগামু কনে ?

বাঁশের আগায়,

বাঁশের আগায় ছিবড়া,

বউ করে কুহুড়া,

ক্যা লো বউ কান্দোস ক্যা ?

ঘুঘু আমারে মাল্লো ক্যা ।

ঘুঘুরে মারুম , ঘুঘুরে মারুম

আউল্যা চ্যাল দিয়া,

সেই ঘুঘুরে বিয়ায় যামু

কদমী তলী দিয়া,

কদমী তলী ঝুড়ি ঝুড়ি

রক্ত পড়ে ধারে,

সেই রক্ত তুইল্যা দিমু

মহাজনের ঘাড়ে।

৪/

মাইজালি লো মাইজালি

কামুড় দিয়া ফুলাইলি,

ঘরে আছে লাঙল জোয়াল

বাইরে আছে ঈশ,

এমুন কইরা ঝাইরা দিমু

মাইজালির বিষ।

৫/

আদা পাদা

বুইরা বলদের নাদা,

হুগইলে গহী পুল্লে ছাই

আমার নাহাল কবিরাজ

দুনিয়াতে নাই।

দাদা জানে আদা পড়া,

নানা জানে নানা পড়া।

ফাল দিয়া পড়লাম পাগাড়ে,

পাগাড় থনে উডাইলাম মাটি

বাও বাতাসের মাতা কাডি

হাতে গেলে হাতে কাডি

পায়ে গেলে পায়ে কাডি।

(কার্টেসি- বাংলা একাডেমি প্রকাশিত 'বাংলাদেশের লোকজ সংস্ক্রৃতি গ্রন্থমালা' ও ডা.কামাল উদ্দিন)

বিষয়: বিবিধ

১১৮৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358324
০২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৩৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জীবনটাই যেখানে ছেড়া কাঁথা সেখানে সবকিছুই প্যারোডিতে চলে। করতে থাকুন আর আমরা মজা লই
০৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৩৪
297275
তরিকুল হাসান লিখেছেন : ধন্যবাদ।
358331
০৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:০৫
আফরা লিখেছেন : এ গুলো কি ভাইয়া ?
০৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৩৫
297276
তরিকুল হাসান লিখেছেন : আবাহমান গ্রাম-বাংলার লোক-ছড়া।
358409
০৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অঅমার ই ঘুম পাচ্ছে!
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:৪৭
297299
তরিকুল হাসান লিখেছেন : ঘুমান। বালিশ দিমু ?
358476
০৪ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:২৮
দ্য স্লেভ লিখেছেন : বেশ মজার তো !! তবে অনেক কিছু বুঝিনি
১০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:০৫
297798
তরিকুল হাসান লিখেছেন : ধন্যবাদ। আঞ্চলিক শব্দতো তাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File