তাদের গল্প শোন

লিখেছেন লিখেছেন প্রহরী ১৬ এপ্রিল, ২০১৩, ০১:২১:৩০ রাত

তাদের গল্প শোন-১

হযরত ইবরাহিম আ. আল্লাহ তায়ালার একজন প্রেম-ভিখেরি, একজন প্রিয় নবী। একদিন তিনি মাঠে গেলেন বকরি চড়াতে। হঠাৱ দেখেন তাৎর পাশ দিয়ে এক লোক হেটে যাচ্ছে, আর উচ্চস্বরে আল্লাহর জিকির করে যাচ্ছে। সে পড়তে পড়তে এগুচ্ছে,

‌‍‘ঐ সত্ত্বাই মহান, যিনি সুবিশাল আকাশ ো বিস্তৃত ধরাতলের অধিকারী। তিনিই সম্মান ো শ্রদ্ধার অধিকারী। প্রভাব ো প্রতিপত্তির অধিকারী। অহংকার ো সর্বক্ষমতার ধ্বজ্জাধারী।’

হযরত ইবরাহিম আ. থমকে দাড়ালেন! কি দারুন শব্দ আর কি নিপূন গাথুনী! আশ্চর্য হলেন, তার প্রেমিকের গুনগান শুনে। এতটা ভালো লাগল, এতই বিমোহিত হলেন যে, তার ভেতরে ঝড় শুরু হল। আবারো শুনার জন্য অস্থির হয়ে উঠলেন।

পিছনে ডাকলেন পথিককে, ‘দাড়ান ভাই! আরেকবার শুনান। ভাই আরেকবার শুনতে চাই।‌’

ফিরে তাকায় পথিক, ‘কি দেবে শুনি যদি আরেকবার শুনাই’ মিটিমিটি হাসে।

‘আমার পশুপালের অর্ধেক দিয়ে দেব’ অস্থির ইবরাহিম আলাইহিস সালাম জবাব দেন।

সে পুনরায় ঐ শব্দগুলো উচ্চারণ করে। ইবরাহিম আলাইহিস সালাম আরো ব্যাকুল হয়ে উঠেন। আবরো আবদার করেন, ‘আরেকবার বলো ভাই, আরেকবার শুনাো।’

‘এবরো পথিকের একই প্রশ্ন কি দেবে শুনি যদি আরেকবার শুনাই।’ এবারো ঠোটের কোণে লেগে আছে এক রহস্যের হাসি।

তিনি শুনতে চান যে করেই হোক, ‘বাকি অর্ধেক দিয়ে দেব।’ জবাব দেন পথিকের।

পথিক আবারো উচ্চারণ করল। হৃদয়গ্রাহী শব্দেই। এবার নিয়ে তিনবার হল।

তবু অতৃপ্ত খোদার প্রেমিক। অধৈর্য আর অস্থির। অগত্যা মুখ দিয়ে বেরোল, ‘ভাই আরেকবার...।’

পথিক অবাক হয়। গভীর চোখে তাকায় খালীলুল্লাহ আলাইহিস সালামের দিকে। রহস্যের হাসি আরো চোড়া হয় োষ্ঠাদ্বয়ে। জিজ্ঞেস করে, ‘এবার তো তোমার কাছে কিছুই নেই, বিনিময়ে কি দেবে এবার!’ অনুসন্ধানী দৃষ্টি তার। যেন রহস্যের খেলা করছে দুচোখ জুড়ে।

ব্যাকুল ইবরাহিম আলাইহিস সালাম জাবাব দেন, ‘বিনিময়ে আমি তোমার রাখালি করব, তোমার ভেড়া চড়ার। ভাই না করো না। আরেকবার শুনাো আমার প্রিয়তমের নাম, আরেকবার উচ্চারণ কর তোমার কথাগুলো।’

রহস্য উন্মোচন করে পথিক। জবাব দেয়, হে খোদার দোস্ত ইবরাহিম! হে খলিলু্ল্লাহ আলাইহিস সালাম! মোবারক হোক। আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহ তায়ালা আমাকে পাঠিয়েছেন। বলেছেন, যাো আর উচ্চারণ কর আমার নাম। দেখো সে আমার নামের কি মূল্য আদায় করে। ইবরাহিম আপনি সফল। আপনি সত্যিই আপনার প্রভুকে ভালোবাসেন। প্রাণের চেয়েো বেশি, আর সম্পদের চেয়েো।

সুবহানাল্লাহ।

বিষয়: বিবিধ

১১৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File