ভুল প্রমানের অপচেষ্টা

লিখেছেন লিখেছেন মনেরকথা ১০ মে, ২০১৩, ০৯:১২:৪৪ সকাল

ইসলাম মানবতার ধর্ম। ইসলাম সাম্যের ধর্ম। ইসলামের কোন বিধান কারো

বোধগম্য না হলে সেকেলে হয়ে যাবে, ডঃ জাফরুল্লাহ খানের এই বক্তব্যের

সাথে একমত হতে পারছি না।মৃত ব্যক্তির পুত্র থাকলে পিতার সমস্ত সম্পতি

তিনি ভোগ করতে পারবেন কিন্তু পুত্রের অবর্তমানে শুধু কন্যা থাকলে সম্পতির

একটি অংশ অন্যান্য ওয়ারিসগণ পাবেন।কুরআনের এই বিধানের সাথে তিনি

কিছুতেই একমত নন।আমাদের মনে রাখতে হবে, মৃত ব্যক্তির অবর্তমানে তাঁর বিধবা স্ত্রীর সমস্ত দায় দায়িত্ব পুত্রের উপর বর্তায়।এই দায়িত্ব পালন করার জন্য তাঁর পরিত্যক্ত সম্পতি থেকে পারিশ্রমিক হিসাবে পুত্রকে একটি

অংশ অর্পণ করা হয়।পুত্রের অবর্তমানে অন্যান্য ওয়ারিসগণের উপর এই

দায়িত্ব অর্পিত হয়েছে। পুত্র যে অংশটি পারিশ্রমিক পুত্র হিসেবে পেত, সেই

অংশটি অন্যান্য ওয়ারিসগণের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে।কন্যাকে কোন

দায়িত্ব পালন করতে হয় না। কুরআন পারিশ্রমিক ছাড়া পুত্রকে যে অংশ দিয়েছে কন্যাকেও সমপরিমান দেওয়ার নির্দেশ দিয়েছে।সুতরাং এখানে সাম্যতা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে উল্লেখ্য যে,সম্পতির মালিক যদি আশংকা বোধ

করেন, অন্যান্য ওয়ারিসগণ তাঁর বিধবা স্ত্রীর দেখাশোনা করবে না,সে ক্ষেত্রে

মৃত্যুর পূর্বে স্ত্রী,কন্যা বা অন্য যে কারো নামে সম্পতি লিখে বা অসিয়ত করে

যেতে পারেন।কুরআন প্রত্যেক ব্যক্তিকে ন্যায় সম্মত কাজ করার পূর্ণ অধিকার দিয়েছে।

আমি সবাইকে অনুরোধ করবো,না বুঝে কথা না বলতে।কুরআন,নজরুল বা

রবীন্দ্র রচনাবলী নয় যে, পাঠ করার সাথে সাথে অনুধাবন করা যাবে।কুরআন

আল্লাহর বাণী।একে ভুল প্রমান করার আগে শতবার ভেবে নেওয়া দরকার।

ভূঁইয়া মুহাম্মদ আনিসুর রহমান বুলবুল ।

বিষয়: বিবিধ

১৩১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File