কওমী মাদ্রাসার স্বীকৃতি -- ফিল্ড মার্শাল আইয়ুব খান --------------------------- -------------------------- এবং সাধারন লাইনে পড়ুয়া এক সাধারণের অনুভূতি

লিখেছেন লিখেছেন জাইদী রেজা ২৭ অক্টোবর, ২০১৬, ০৭:২৩:২০ সন্ধ্যা



প্রতাপশালী স্বৈরশাসক ফিল্ড মার্শাল আইয়ুব খানের সময়ের কাহিনী -

তৎকালীন সময়, মুসলিমদের চির শত্রু ইয়াহুদীদের আবিষ্কৃত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি পৃথিবীর আনেক দেশের মত আমদের এই পূর্ব পাকিস্তানে চালু করার জন্য সরকার উদ্যোগ নেয় ।

কিন্তু বাধা হয়ে দাঁড়ালো এ দেশের আলেম সমাজ তথা হুজুর সমাজ, সমস্ত মত-পথ-ফেরকা সব কিছু ভুলে তারা সবাই BIRTH CONTROL বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির বিরোধিতা করে এবং নাজায়েয বলে ।

কর্তা ব্যক্তিরা যথারীতি বিষয়টি আইয়ুব খানকে জানাল ।

" স্যার, এই হুজুরদের জন্য আমাদের ব্যর্থ হতে হবে, সকল হুজুর একাট্টা হয়ে বিরোধিতা করছে । "

আইয়ুব খান কিছুক্ষণ দম মেরে থেকে বললেন ----

" কিছু গোস্ত - রুটি ছিটিয়ে দাও । কুত্তা-বিলাই যে কয়টা আছে খেলেই সব ঠিক হয়ে যাবে । "

কিছুদিন পরেই অনেক হুজর চলমান জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির বৈধতার পক্ষে যুক্তি প্রমান সাপেক্ষে মতামত ব্যক্ত করলেন ।

---------------------------------------------------------------

আচ্ছা বলুন তো,

পৃথিবীতে যত নবি-রাসুলগণ এসেছেন তারা কেহ কি BIRTH CONTROL করেছেন ???

-------------------------------------------------------

১৮৫৭ ঈসায়ী সনে আলেমদের এক সাগর রক্ত বন্যা ভেসে যাওয়ার পর ১৮৬৬ ঈসায়ী সনে ভারতের উত্তর প্রদেশে দেওবন্দ

নামক স্থানে দারুল উলূম দেওবন্দ মাদ্রাসা স্থাপন করা হয় ।

রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত বা স্বাধীন থেকে দ্বীন শিক্ষার কাজ জন্যই তো কওমী বা কওমি টাইপের মাদ্রাসার প্রতিষ্ঠা ।

এক শ্রেণীর হুজুরদের এত আগ্রহ কেন স্বীকৃতির জন্য । উম্মাহর ইলম ও আমলের পথে সফল রাহবাররা

কি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কওমী মাদ্রাসাহ প্রতিষ্ঠা করেছিলেন ? রাষ্ট্রের স্বীকৃতির জন্য ??

-------------------------------------------

ইহা নিতান্তই ভাবনা ও ইতিহাস ।

কাহাকেও ক্ষুদ্র বা কষ্ট দেওয়ার উদ্দেশে এই পোস্ট নহে ।

কেহ কষ্ট পাহিলে ক্ষমা করিবেন ।

বিষয়: রাজনীতি

১০৯৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379136
২৭ অক্টোবর ২০১৬ রাত ১০:৪০
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / অনেক ধন্যবাদ /
379150
২৮ অক্টোবর ২০১৬ রাত ০১:৫৫
379182
২৮ অক্টোবর ২০১৬ দুপুর ০২:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে স্বিকৃতির প্রয়োজন আছে। তবে নিয়ন্ত্রন নয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File