রেমিটেন্সের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মালয়েশিয়া প্রবাসীদের শোষণ-বঞ্চনা!!

লিখেছেন লিখেছেন সামছুল ২১ জুলাই, ২০১৬, ০৭:২৮:৫৪ সন্ধ্যা

রেমিটেন্সের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মালয়েশিয়া প্রবাসীদের শোষণ-বঞ্চনা!!বিশ্বের ১৬০টি দেশে বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষ কর্মরত আছেন। বিশ্বব্যাংকের হিসেবে, বাংলাদেশি প্রবাসী-আয়ের শীর্ষ ১০টি দেশের মধ্যে মালয়েশিয়া অবস্থান সপ্তম।কিন্তু যাদের আয়ে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে, তাঁরা দেশে-মালয়েশিয়াতে সব স্থানে বঞ্চিত।দেশে যাওয়ার সময় পাসপোর্ট সমস্যা, এয়ারপোর্টে হয়রানি। প্রশ্ন হলো দেশ মালয়েশিয়া প্রবাসীদের কতটা ভালোবাসে? কতটা সম্মান দেয়? তাঁদের প্রতি দেশের কী কোনো দায় নেই?আমার এক বন্ধু আজকে বলছিলেন, কিছুদিন আগে দেশে গিয়ে শাহজালাল বিমান বন্দরে তাঁর সাথে দুর্ব্যবহারের কথা। তার উপর আবার উচ্ছৃঙ্খল কথাবার্তা। যেমন (এই মিয়া এই লাইনে যান, না ওই লাইনে যান, এদিকে আসো, আগে উনাকে দাও, তুমি পরে আসো)প্রবাসীদের কাছ থেকে ফরম পূরণ করে দেওয়ার নামে কষ্টে অর্জিত টাকা হাতিয়ে নেওয়ার দৃশ্য, আরো কত কি!আমাদের কি দেশের কাছে কিছু চাওয়া পাওয়ার নেই? আমরা মালয়েশিয়া প্রবাসীরা কি বাংলাদেশী নই?

বিষয়: বিবিধ

১০৪০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375059
২১ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৪২
শেখের পোলা লিখেছেন : দেশের সরকারী কর্মচরীরা বর্তমানে হাঙ্গর প্রজাতির। এরা শুধু গিলতেই জানে। আর তার জন্যই সদা ব্যস্ত থাকে। এরা টাকা ছাড়া আর কিছুই বোঝেনা। শুধু মালয়েশিয়া নয় সব প্রবাসী শ্রমিকের সাথে মনটাই করে। শ্রমিকরা সর্বত্র বঞ্চিত,দুঃখ করে লাভ নেই, শোনার কেউ নেই।
২২ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:৪১
311094
সামছুল লিখেছেন : মনটা শক্ত করলাম।
375064
২১ জুলাই ২০১৬ রাত ০৯:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দেশের সরকার এবং সরকারি কর্মচারিদের থেকে কোন রকম ভদ্রতা আশা করাই ভুল।
২২ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:৪৩
311096
সামছুল লিখেছেন : ঠিক বলেছেন।অনেক ধন্যবাদ।
375070
২২ জুলাই ২০১৬ রাত ০৩:৫৭
কুয়েত থেকে লিখেছেন : সরকারী কর্মচরীরা বর্তমানে হাঙ্গর প্রজাতির। এরা শুধু গিলতেই জানে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো
২২ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:৪১
311095
সামছুল লিখেছেন : সহমত!
375081
২২ জুলাই ২০১৬ সকাল ০৮:৪৭
২২ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:৪৮
311097
সামছুল লিখেছেন : কিছু দেখতে পাই না।
375581
৩০ জুলাই ২০১৬ রাত ০৮:৫৫
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : প্রবাসীরা হল রেমিটেন্স সৈনিক। তাদের সাথে এয়াপোর্টে যে ব্যাবহার করা হয় তা কাম্য নয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File