আমার ভুল চাওয়া

লিখেছেন লিখেছেন আকতার হোসাইন রাসেল ১১ আগস্ট, ২০১৪, ০৮:১৯:২৩ সকাল



আমার বা আমাদের মনের চাওয়া পাওয়া শুরু হয় সেই ১৩/১৪ বছর বয়সে সেই সময় আমাদের এলো মেলো উড়াল চন্ডী মনের হাজারো ইচ্ছা উকি দেয়,ঠিক সেই সময় আমাদের হাতে আসে জহির রায়হানের ভাবী দেবরের পরোকিয়া প্রেমের অসার গল্প যা সেই সময়ে কচি মনের হাজারো প্রশ্নের উদয় হয়।

এর পর শুরু হই দুষ্ট টিন এইজ বয়স তাতে ও মুক্ত হয়নি সেই পরোকিয়া মানিক বন্দ্যোপাধ্যায় এর পদ্মানদীর মাঝি সেই খানে শালী দুলাভাইয়ের অমানবিক প্রেম,কুবের মাঝি-কপিলার রসালো......

যার কারনে আমাদের সমাজে দেবর-ভাবী,শালী-দুলাভাইয়ের অনৈতিক সম্পক স্বভাবিক সম্পকে রূপ নিয়েছে এবং বৃদ্বি পেয়েছে অস্বাভাবিক হারে।

তাই আমার দাবী এই গুলো উপন্যাস বন্দ্ব করা হোক।জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হোক।

লেখকদের প্রতি আমার কোন রাগ নেই,তবে এই লেখা ঐ বয়সের সাথে কোন ভাবে মানাই না।

বিষয়: বিবিধ

১১১১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253113
১১ আগস্ট ২০১৪ সকাল ০৮:৩৬
বুড়া মিয়া লিখেছেন : খারাপ বলেন নি, তবে এর চাইতেও ভয়াবহ জিনিস এখন সিলেবাসে ঢুকিয়ে ফেলেছে!

কি যেন নাম সেটার – নিজেকে জানো অথবা অবাধ-যৌনতায়-সতর্কতা এ টাইপের কিছু একটা হবে।
১১ আগস্ট ২০১৪ সকাল ০৯:০৩
197207
কাহাফ লিখেছেন : কতা সত্য......জয়ের কাছে তথ্য আছে।
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
197356
আকতার হোসাইন রাসেল লিখেছেন : কি করার আছে সবি নিয়তিWinking) Winking)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File