"র‍্যাব" কে বেসরকারি করন ও গুম-খুন কে সরকারী স্বীকৃতি দেয়া হোক । ************************************

লিখেছেন লিখেছেন ভিন্নমত ১৩ মে, ২০১৪, ০২:০০:২৪ দুপুর

বেগম খালেদা জিয়া " র‍্যাব" বিলুপ্তির কথা বলছেন, আমি তার সাথে একমত না । আমি চাই উন্মুক্ত দরপত্রের মাধ্যমে একে বেসরকারি ব্যাপস্থাপনায় ছেড়ে দেয়া হোক একই সাথে গুম, খুন, অপহরন কে সরকারী নীতিমালার আওতায় এনে সরকারী স্বীকৃতই দেয়া হোক ।

লিমনের পায়ে গুলি করে পঙ্গু করা, আনোয়ারায় মাজারের টাকা লুট, সাতক্ষীরায়, লক্ষীপুরে নিরপরাধ মানুষকে নির্বিচারে হত্যা সহ হাজারও অপকর্ম করে যাচ্ছে এ বাহিনী ।গুম-খুন কে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে যে বাহিনী , তাদের এত দিনের অভিজ্ঞতাকে নষ্ট হতে দিতে পারিনা । কি নিখুত ভাবে তারা ৭ জন মানুষ কে অপহরন করল, হাতিড়িতে নরম কাপড় বেধে মাথায় আঘাত করে অজ্ঞান করে মুখে স্কচ ট্যাপ বেধে আইন শৃংখলা বাহিনির ইজ্জতের দড়ি দিয়ে শক্ত ভাবে বেধে গলায় গামছা প্যাছিয়ে শাস বন্ধ করে হত্যা করে নাভির নিচা পেট ফেড়ে দিল, তার পর সরকারী রেশনের বস্তার ইট বেধে লাশ ফেলে দেয়া হল নদীতে, কি নিখুত ঠান্ডা মাথায় হত্যা । হত্যার জন্য যদি বৃটিশ ষ্ট্যান্ডার্ড থাকত আমি নিশ্চিত "র‍্যাব" তা পেয়ে যেত সহজে ।

যে বাহিনীর এত গুন তাকে কোন ভাবেই বিলুপ্ত হতে দিতে পারি না, তাদের গুম খুনের লাইসেন্স দিয়ে সরকার প্রতিটি কাজের বিপরিতে প্রাপ্ত টাকা থেকে বিপুল রাজস্ব পেতে পারে, একই সাথে সরকারী প্রয়োজনে গুম খুন বিনামুল্যে অথবা নামমাত্র মুল্যে করে দেয়ার বিধান করতে পারে । এতে দেশ ও যাতি উপকৃত হবে, খালেদার মত পাকিস্তান প্রেমিকের কথায় আমরা দেশকে পিছিয়ে নিয়ে যেতে পারি না ।

বেগম খালেদা জিয়া " র‍্যাব" বিলুপ্তির কথা বলছেন, আমি তার সাথে একমত না । আমি চাই উন্মুক্ত দরপত্রের মাধ্যমে একে বেসরকারি ব্যাপস্থাপনায় ছেড়ে দেয়া হোক একই সাথে গুম, খুন, অপহরন কে সরকারী নীতিমালার আওতায় এনে সরকারী স্বীকৃতই দেয়া হোক ।

লিমনের পায়ে গুলি করে পঙ্গু করা, আনোয়ারায় মাজারের টাকা লুট, সাতক্ষীরায়, লক্ষীপুরে নিরপরাধ মানুষকে নির্বিচারে হত্যা সহ হাজারও অপকর্ম করে যাচ্ছে এ বাহিনী ।গুম-খুন কে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে যে বাহিনী , তাদের এত দিনের অভিজ্ঞতাকে নষ্ট হতে দিতে পারিনা । কি নিখুত ভাবে তারা ৭ জন মানুষ কে অপহরন করল, হাতিড়িতে নরম কাপড় বেধে মাথায় আঘাত করে অজ্ঞান করে মুখে স্কচ ট্যাপ বেধে আইন শৃংখলা বাহিনির ইজ্জতের দড়ি দিয়ে শক্ত ভাবে বেধে গলায় গামছা প্যাছিয়ে শাস বন্ধ করে হত্যা করে নাভির নিচা পেট ফেড়ে দিল, তার পর সরকারী রেশনের বস্তার ইট বেধে লাশ ফেলে দেয়া হল নদীতে, কি নিখুত ঠান্ডা মাথায় হত্যা । হত্যার জন্য যদি বৃটিশ ষ্ট্যান্ডার্ড থাকত আমি নিশ্চিত "র‍্যাব" তা পেয়ে যেত সহজে ।

যে বাহিনীর এত গুন তাকে কোন ভাবেই বিলুপ্ত হতে দিতে পারি না, তাদের গুম খুনের লাইসেন্স দিয়ে সরকার প্রতিটি কাজের বিপরিতে প্রাপ্ত টাকা থেকে বিপুল রাজস্ব পেতে পারে, একই সাথে সরকারী প্রয়োজনে গুম খুন বিনামুল্যে অথবা নামমাত্র মুল্যে করে দেয়ার বিধান করতে পারে । এতে দেশ ও যাতি উপকৃত হবে, খালেদার মত পাকিস্তান প্রেমিকের কথায় আমরা দেশকে পিছিয়ে নিয়ে যেতে পারি না ।

বিষয়: বিবিধ

১২২৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221070
১৩ মে ২০১৪ বিকাল ০৪:৩৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আপনার কথায় কিছুটা ব্যঙ্গ থাকলে তা আমার কাছে কাটার মতই বিদ্ধ করলো হৃদয়টাকে। এমন তো হওয়ার কথা ছিলো না। কেনো দেশটাকে দিন দিন জাহেলিয়াতের মধ্যে ঠেলে দেয়া হচ্ছে? কে দায়ি এসবের জন্য? আসলে জাতি হিসেবে আমাদের মাথা পচে গেছে।
221130
১৩ মে ২০১৪ রাত ০৮:৫৫
ছিঁচকে চোর লিখেছেন : ভাই কি রাগ করে কথাগুলো বললেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File