পাখা থাকিলে তাকে অবশ্যই পাখি বলিতে হইবে ।

লিখেছেন লিখেছেন ভিন্নমত ৩০ এপ্রিল, ২০১৩, ১১:৪০:৪৫ রাত

আমার কন্যা অতি আদরের, সে কিছু চাহিলে আমি কিছুতেই না করিতে পারি না । অদ্য সে লালন-পালনের জন্য আমার কাছে একটি পাখির বায়না ধরিল, আমি এখন কোথায় পাখি খুজিব ? গ্রাম হইলে বন-বাধাড়ে খুজিলে দুইএকটা পাখি হয়তো মিলিতো, শহরে তা দুরাসা ।

অনেক খোজাখুজি করিয়া পাখির সন্ধান করিতে না পারিয়া আমার মন বেজায় খারাপ । হঠাত আমার মাথায় বুদ্দি খেলিয়া গেলো, এতো খোজাখুজির দরকার কি? একটি মাছি ধরিয়া দিলেই তো হয়, মাছিটাকে আমার মেয়ে লালন পালন করিবে ।

মেয়ে আমার কিছুতেই মাছি পালন করিতে চাহিল না, সে বলে বাবা তুমি কি পাগল ? মাছি কি কখন পাখি হতে পারে ? মাছি একটা পোকা । আমি বলিলাম মা-জননি পাখা থাকিলে তাকে পাখি বলে, মাছির পাখা আছে তাই মাছি অবশ্যই পাখি ।

বিষয়: রাজনীতি

১৭৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File