নিখোঁজ প্রিয়তমার জন্যে একজন অপেক্ষমান স্বামীর আকুতি

লিখেছেন লিখেছেন এস আর চৌধুরী ২৬ এপ্রিল, ২০১৩, ১১:১৭:৩৮ সকাল



প্রিয়তমা!

সেই যে গেলে,

কাক-ডাকা ভোরে সাত-সকালে,

অবুঝ সন্তান দু’টি ঘরে ফেলে,

জীবন-সংগ্রামী পাখা মেলে,

বিকেলে আসবে বলে,

আবার হাসবে বলে।

*



কিন্তু কই?

রাত আসে রাত যায়,

আমি দীর্ঘ প্রতিক্ষায়,

তুমি আসবে বলে,

আবার হাসবে বলে।

*

কিন্তু হায়!

এখনও তোমার হয়নি সময়,

আর কতো রাখবে অপেক্ষায়,

তুমিতো কথা রাখো নি!

*

তুমি কি ভুলেছ মম,

হয়েছ কি আজ পাষান সম,

কেন এতো অভিমান!

সন্তান দু’টি করে হাহাকার,

তব মুখ পানে চেয়ে বারবার,

চিৎকার আমরণ।

*

আর কতো প্রলোভন,

কতো মিথ্যার জাল বুনবো আমি,

আকাশের তারা দেখাবো।

রুপকথার গল্প আর কতো হবে,

ধৈর্যের বাঁধ সিমানা ছেড়েছে কবে,

কতো আর সোহাগ মাখাবো।

*

সাভারের মৃত্যুপূরীতে,

খুঁজেছি তোমায় হৃদয় হতে,

সাত বার নয়, সাত শত বার,

দৌড়ে ফিরেছি এধার-ওধার,

হইনি কো তবু ক্ষান্ত।

হাজারো হতভাগ্যের ভিড়ে,

তোমারে পাই নি ফিরে,

হয়েছি তো সর্বশান্ত।

*

আজ কেন এতো অসহায়,

এতিম সে শিশুদ্বয়,

কে তার জবাব দেবে?

বিশ্ব বিবেকে প্রশ্ন আমার,

সব কেন ছাড়-খার,

কে এই দায় নেবে?

বিষয়: বিবিধ

১৪৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File