সরকার এখন লাইফ সাপোর্টে

লিখেছেন লিখেছেন হিমেল তানভীর ০৭ এপ্রিল, ২০১৩, ০৮:০০:০৫ সকাল

সরকার এখন চোখে সর্ষের ফুল দেখছে, তাদের সামনে এখন ঘোর অমবস্যা। নেতাকর্মীদের নানারকম দুর্নীতি ও সন্ত্রাসী কার্যকলাপে দেশের মানুষ যখন অতিস্ট তখনই তাদের জন্য আশার বেলুন হয়ে ধরা দিল গণজাগরণ মঞ্চ।সরকার আবার নতুন করে লাইফ লাইন পেলো। এতে করে সরকার মনে করল জনগন তাদের সকল অপকর্ম ভুলে গেছে এবং এ জাগরণকেই সরকার নির্বাচনের বৈতরণী পার হওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করল। যে জাগরণ শুরু হয়েছিল সরকারের বিপক্ষে পরবর্তীতে এটাই রুপ নিল সরকারের নতুন অস্ত্র হিসেবে এবং এর ফলাফল সবার সামনে; গণজাগরণ মঞ্চে এখন শুধু মঞ্চ আছে আর আছে নেতা।

হেফাজতে ইসলামের গতকালের লংমার্চ থেকে এটা প্রতীয়মান হয়েছে যে সরকার এখন শুধুই ঢাকা কেন্দ্রিক। গতকাল সারাদিনটা বোধহয় কেটেছে সবচেয়ে উৎকণ্ঠাই; সরকারের ভয় ছিল যদি তারা ঢাকা দখল করে আর কেনা জানে ঢাকা দখল করা মানেই এখন বাংলাদেশ দখল করা।৬৪ জেলার মধ্যে দু’চারটি বাদে সরকারের কোথাও নিয়ন্ত্রন নেই। প্রতিনিয়ত সরকারের কর্মীরা মার কাচ্ছে সবখানে এক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে আওয়ামীলীগের কর্মীরা এখন লিয়াজো করতে ব্যস্ত। এদের চেইন অব কমান্ড পুরোপুরি ভেঙে পরেছে সবাই এখন চাচা আপন বাঁচা অবস্থা। বিশেষ করে লংমার্চে বিভিন্ন জায়গাই বাঁধা দেওয়ার ঘটনা সরকারের জন্য পরিস্থিতি আরো ঘোলা হয়েছে। বেলা যত গড়াচ্ছে সরকারের জনপ্রিয়তা তেমনি পাল্লা দিয়ে কমছে।শেখ হাসিনা দেরীতে হলেও মনে হয় বুঝতে পেরেছে দেশের প্রকৃত অবস্থা। কিন্তু এ থেকে বের হওয়ার আর সুযোগ আছে বলে মনে হয় না। তবে এটা নিশ্চিত হয়ে বলা যায় যে সরকার বড় ধরণের কোন পরিকল্পনা মাথায় নিয়ে এগোচ্ছে।শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য শেষ একটি ছোবল মারবেই এখন দেখার বিষয় বিরোধীদল সেটা কেমন করে মোকাবেলা করে।

বিষয়: বিবিধ

১২২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File