সরকার পরপর দুইবার ক্ষমতায় আসলে যে সকল লাভ হবে।

লিখেছেন লিখেছেন এম আর সুমন ২৬ জুলাই, ২০১৩, ০৭:৫১:০৪ সন্ধ্যা

তথ্যগুরুর ভাবশিষ্য, বিলবোর্ড তত্ত্বের উদ্ভাবক, ইসলাম ধর্মের একমাত্র রক্ষক নেত্রীর প্রিয়ভাজন, বিশিষ্ট চিন্তাবিদ মাওলানা ওবায়দুল কাদের নতুন একটি আবিস্কার করেছেন। তিনি আবিস্কার করেন , যে কোনো সরকারকে পর পর দুইবার ক্ষমতায় আসা উচিত।

সেক্ষেত্রে এদেশে বেশকিছু লাভ হবে বলে তিনি উল্লেখ করেন। আমরা লাভগুলো খতিয়ে দেখার চেষ্টা করছি,

১। পদ্মা সেতু নিয়ে আরো ৫ টি বছর বৃথা চেষ্টা চলতে পারে।

২। নতুন অনেক দেশপ্রেমিকের আবির্ভাব ঘটতে পারে।

৩। বিরোধী দলের অফিসে নয়, বাড়ি বাড়ি গিয়ে গুলি করার সুযোগ তৈরি হতে পারে।

৪। জাতি নতুন কোনো বিচারপতির স্কাইপে কথোপকথন শোনার সৌভাগ্য অর্জন করতে পারে।

৫। অবশিষ্ট ব্যাংকগুলো থেকেও হাজার হাজার কোটি টাকা লোপাট হতে পারে।

৬। রাস্তায় নামলে তো বটেই, বাসায় বসে সরকার বিরোধী কথা বললেও গুলি হতে পারে।

৭। রাশিয়ার সাথে নতুন অস্র চুক্তি হতে পারে।

৮। প্রতিবেশী দেশকে বিশেষ পানীয় সাপ্লাইয়ের জন্য পুসস্কৃত করা হতে পারে।

৯। তথাকথিত প্রগতিশীলরা তৃতীয় মুক্তিযুদ্ধ শুরু করতে পারেন।

১০। জিয়া শিশু পার্কটির নাম পরিবর্তন করে খানজাহান আলী ( রঃ) পার্ক রাখা হতে পারে।

১১। এনটিভি, একুশে , বাংলাভিশন , নয়াদিগন্ত, সংগ্রাম, দিনকাল, মানবজমিন , আরটিএনএন, নতুন বার্তা ইত্যাদি এক রাতেই বন্ধ হয়ে যেতে পারে।

১২। কাস্তে ও হাতুড়ি চ্যানেল নামে নতুন একটি মাওবাদী চ্যানেল আসতে পারে।

১৩। শুধু সুন্দরবনের পাশে নয়, শালবন, লাউয়াছড়া বন, প্রত্যেকটি বনের মধ্যেই একটি করে তাপ বিদ্যুত প্রকল্প হতে পারে। শ্লোগান থাকবে, যেখানেই বন সেখানেই কারখানা ।

১৪। সংবিধান পরিবর্তন করে , আওয়ামী লীগ এবং কেবলমাত্র আওয়ামী লীগই এদেশের একমাত্র গনতান্ত্রিক দল মর্মে অপরিবর্তনীয় বিধান আসতে পারে।

১৫। চাকরীর ক্ষেত্রে ১০০ শতাংশ কোটার আইন হতে পারে।

এতগুলো উন্নয়ন যদি জাতি পেতে চায় তবে অবশ্যই এই সরকারকে দুই মেয়াদে ক্ষমতায় বসানো উচিত। আমরা এই মহামূল্যবান আবিস্কারের জন্য জনাব ওবায়দুল কাদেরকে নোবেল পুরস্কার দেয়ার দাবি জানাচ্ছি।

বিষয়: বিবিধ

১৫৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File