সপ্তাশ্চর্য

লিখেছেন লিখেছেন এম আর সুমন ২৬ জুলাই, ২০১৩, ১২:৫৯:২৯ রাত

সপ্তাশ্চর্য দেখার জন্য টাকা খরচ করে অনেকে বিদেশে যান। এদেশেই তো সবথেকে বড় আশ্চর্য আছে। ফাও ট্যাকাটুকা খরচ না করে এই নিউজটা পড়েন।

বরিশাল, সিলেট ও খুলনার উন্নয়নে নেওয়া দুটি প্রকল্প অনুমোদন করেনি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত নিয়ে প্রকল্পগুলো আরো পরীক্ষা-নিরীক্ষার নির্দেশনা দেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, 'এত উন্নয়ন করে কী হবে? ভোট তো পাই না। আমরা ক্ষমতায় এসে দেশের এত কাজ করি। অথচ জনগণ আমাদের উন্নয়ন দেখে না। আর ভোটই যদি না পাই, তাহলে কার জন্য উন্নয়ন করব।' তিনি বলেন, এ দুটি প্রকল্প অনুমোদন দিলে যাঁরা নির্বাচিত হয়ে এসেছেন, তাঁরাই ঘরে বসে বসে খাবেন।

http://www.kalerkantho.com/print_edition/index.php?view=details&type=gold&data=news&pub_no=1313&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=7&archiev=yes&arch_date=24-07-2013#.UfFwB6w7ob5

বিষয়: বিবিধ

১৪২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File