হাসিনা-খালেদার নববর্ষের শুভেচ্ছা

লিখেছেন লিখেছেন উত্তম বাবু ১৪ এপ্রিল, ২০১৩, ০১:১০:২৩ দুপুর



তারা মুখ দেখে না কেউ কারও

বলে না কথা বহুদিন,

মিলেমিশে না থেকে তারা

শত্রুতা বাড়িয়েছে দিন দিন।

তাদের কারণে তৃণমূল নেতারা

মারে অন্যকে, মরে নিজে;

তাদের জন্য নেতাকর্মীরা, করে লড়াই,

রোদে পুড়ে, জলে ভিজে।

তাদের অবদানে পুরো দেশটাকেই-

মাঝে মাঝে, কারাগার মনে হয়,

‌‌"এমন সময়" উপহার দেন তারা

যখন থাকে, সকাল-সন্ধ্যা ভয়।

তাদের শত্রুতায় বধূ হারায় স্বামী,

বোন ভাইকে, মায়ের বুক হয় খালি;

তাদের জন্য অনেক নেতাকর্মী

সবকিছু সহ নিজেকে দেয় বলি।

তবু ঈদ-নববর্ষে, রক্তের কালিতে!

তারা একে অন্যকে জানায় শুভেচ্ছা।

অনেক অন্তরের গহীন কোণের প্রশ্ন,

ফরমালিটি, নাকি উদ্বেল প্রাণের ইচ্ছা?

হয় যদি প্রাণের তাগিদ,

ভুলে যান সব রাগ-জিদ;

মানুষ পাবে স্বস্তি, সুন্দর হবে এই দেশ,

উঠবে গড়ে প্রাণের বাংলা, মানুষ বলবে,

হাসিনা-খালেদা, বাহবা বাহবা বেশ।

তাছাড়া শুভেচ্ছার কার্ড পাঠানো

নয় কি শুধুই ভণ্ডামী ?

মানুষ এটা জানে, জানেন আপনারাও,

জানেন বিধাতা অন্তর্যামী।

বিষয়: রাজনীতি

১১৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File