"ওলটপালট"

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১১ জানুয়ারি, ২০১৭, ০১:১৪:১৬ রাত



ঐযে গলায় ঝুলছে রক্তবর্ণ বাহারি টায় ?

সেতো দেহের তপ্তখতের গড়িয়েপড়া খুন।

বিলাশবহুল কর্পোরেট অফিস।

দামী তোয়ালে ঢাঁকা সিংহাসন !

সেতো অর্ধশতাব্দী ধরে রক্ষিত আমার জিবন্ত কংকাল ।।

-

তোমাদের স্বচ্ছ পরিপাটি আয়েশি জীবন !

সেতো সেলের কুঠুরীতে আমার বিনিদ্র রজনী ! ব্যাথাকাতর ঘুমন্ত মনে শেষ রাতের স্বপন ।

তোমাদের সাফল্যময় গৌরব ।

উন্নয়ন উতপাদনের অহংকার !

আমার সমগ্র জুলুম নির্যাতনের নির্যাস ।।

-

তোমাদের শ্রেষ্ঠত্বের সনদ !

আমার বিচারহীনতার প্রতিক ।

তোমাদের গোচ্ছিত অলস সম্পদের পাহাড়।

আমার অনাহারী পেটেবাঁধা পাথরখন্ডের সামষ্টি । তোমাদের বিশ্বজয়ের চ্যালেঞ্জ।

আমার আখেরাত প্রাপ্তির নিশ্চয়তা ।

তোমাদের চলতি পথে সাজনো ফুলেল ফানুশ । আমার শরীরের বিচ্ছিন্ন চোখ, হাত, পাঁ, মাথা,

আর খণ্ডিত দেহাবশেষ ।।

-

হ্যা, আমি বলিনি !

এগুলোতে তোমাদের অংশ ছিলো না ।

কিন্ত, ত্যাগের চে' একটু বেশীই দখলে নিয়েছো ।

মাহরুম হয়েছে আমার মিছিল ।

আমার ছায়া-কায়া-রক্ত এড়িয়ে চলেছো,

চেয়ার রক্ষার তাগিদ বেশিই উপভোগ করেছো । তাই আজ রক্তগুলো বেশ উত্তাল ।

অশ্রু প্লাবনে জোয়ার তর্জন বর্জন।

তাই তোমাদের সিংহাসন আজ ওলটপালট ।।

-

তাতে, ভয় পেয়ে যেও না !

ওদের হুকুম দেয়ার আগেই ?

বেরিয়ে এসো দৃপ্তপদভারে ।

আমরা তো আছি জেগেই ।

তোমরাই ছিলে ময়দান হতে স্বেচ্ছা ঘরবন্ধি ।

আগুনের ফুলকিরা এসো, বন্ধ কপাট খুলে।

শপথের সঙ্গীণ আবার হাতে নাও ।।

দাবানল জ্বালিয়ে প্রলয় থামাও ।।

-

মোশাররাফ.

১০/০১/১৭.

বিষয়: বিবিধ

১১৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File