অনন্ত রহস্য !

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ১৮ মার্চ, ২০১৪, ১১:৫৯:৫৩ রাত

এই এক চাঁদ

কত জনম ধরে মুগ্ধ করে রেখেছে পৃথিবীর মানুষকে

স্বপ্নভূক কবিকে

নিশ্চুপ কথাশিল্পীকে

দূর গাঁয়ের বোকাটে কৃষক নিরাশা মামুদকে ।

নিশাচর খেকশিয়ালটাও কি চন্দ্রাহত জন্ম-জন্মান্তরে ?

হুতুমপেঁচাও কি রাত জাগে চাঁদেরই মায়ায় ?

ঝিঁঝিঁ পোকার দলও চাঁদেরই বিরহে

কিংবা চাঁদের মোহেই রাতভর ডাকে কিনা

ডোবার ব্যাঙটাও গলা ফুলিয়ে চিৎকার করে কিনা

চাঁদের আলোয় বসে পাড়ের শিশিরভেজা ঘাসের ওপর

এ এক অনন্ত রহস্য !

কেউ কেউ চাঁদের পানে চোখ রাখে, খোলা আঙ্গিনায়

কেউ অবাক চোখ তাকায় বহুতল ভবনের খোলা জানালায়

কেউ মায়ের কোলে

কেউ ইজি চেয়ারে

কেউ নতুন এসেছে পৃথিবীর বুকে

কেউবা প্রস্তুতি নিচ্ছে চিরবিদায়ের

দুজনের চোখে তবু একই মুগ্ধতা , একই বিস্ময় !

একই চাঁদের আলোয় এত মায়া কেন

এত ভালোলাগা কেন

এত ভালোবাসা কেন

এ যেন এক অনন্ত রহস্য !

বিষয়: সাহিত্য

৯২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File