"অনাকাংক্ষিত ইতিহাস"

লিখেছেন লিখেছেন কানামাছি ০২ অক্টোবর, ২০১৩, ০৯:০৬:৩৫ সকাল

বিদঘুটে একটা কাল বয়ে যাচ্ছে এই বাংলাদেশে।আশাবাদীরা বলছেন, সামনে সুদিন আসছে,আমিও বলছি হ্যা সামনে সুদিন আসবে কিন্তু সেই সামনে কত সামনে তা হি্সেব করা দরকার।

মনে আছে মহল্লার সেই সহজ-সরল ছেলেটা যখন রিক্সাওলাকে বলল,ভাই যাবেন ...

রিক্সাওয়ালা বলল,ভাই কোথায় ..

ছেলেটি বলল এই ত সামনে,ওই যে দেখা যাচ্ছেনা ওই খানটাতে যাব।

বুদ্ধিমান রিক্সাওয়ালা মিষ্টি হেসে বলল,ভাই এইখান থেকে তো চাঁদও দেখা যায়।

আমি আশাবাদীদের দলের সাথে থাকলে ভালো হত কিন্তু আমি হতাশাবাদীদের দলেও না। আমি আসলে ইতিহাসের সাথে এবং বাস্তববাদীদের সাথেই নিজেকে মেলাতে বেশি ভালোবাসি।বাংলাদেশের মানুষ যদি আজকের ক্রান্তিকাল অতিক্রম করে সুন্দর একটি ভোর এনে দেয় তাহলে তা হবে "অনাকাঙ্ক্ষিত" ইতিহাস।ইতিহাসের কাঙ্ক্ষিত ইতিহাস হোল গোলামী আর মীরজাফর গংদের আভির্ভাবের ইতিহাস।বাংলাদেশের বর্তমান অবস্থা তো ইতিহাসের সেই অধ্যায়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।সমগ্র জাতি আজ সেই অনাকাঙ্খিত ইতিহাস তৈরি করতে আদও আগ্রহী মনে হচ্ছেনা,অন্তত বৃহৎ একটি অংশের দিকে তাকালে তেমনি মনে হয়।তাইতো ১৯০ বছর না হলেও কিছুকাল তাকিয়ে থাকতে হবে সেই অনাকাঙ্ক্ষিত বাংলাদেশের জন্য...ততদিন গোলামী,মিরজাফরি,রক্ত,আর লাশের মিছিল আর আলেয়ার দিকে ছোটাছুটি...

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File